বিশেষ প্রতিনিধি:
পাবনা সদর উপজেলার একাধিক বাউল ফকির সংগঠনের সমন্বয়ে গঠিত কমিটি "বাউল ফকির ঐক্য পরিষদ" এর উদ্যোগে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা পাবনা, শামীমা সুলতানা কে ফুলেল শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ করেন (বাফঐপ) সমন্বয় কমিটির নেতা কর্মীবৃন্দ। ২৭ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১১ টায় ইউএনও কার্যালয়ে এ সময় উপস্থিত ছিলেন বাউল ফকির ঐক্য পরিষদ এর সমন্বয়ক তমাল তরু, (বাফঐপ) যুগ্ম আহবায়ক সাংবাদিক আলাউদ্দিন বিন কাশেম,সাধক হামিদ ফকির মাজার টেবুনিয়ার সাংগঠনিক সম্পাদক ও(বাফঐপ) সদস্য বাউল রবিউল ফকির, কামাল শাহ্ দরবার শরীফের তত্ত্বাবধায়ক ও (বাফঐপ) সদস্য রেজাউল করিম রেজা,(বাফঐপ) সদস্য সচিব শোয়েব হোসেন সোহান,সাধক তুজাম ফকির,(বাউঐপ) সদস্য আশিষ মাহামুদ,রাজীব জোয়ার্দার, সহ তৃনমূল বাউল শিল্পী বৃন্দ।
এসময় উপজেলার তৃণমূল বাউল ফকিরদের সংস্কৃতি চর্চার পরিবেশ, সম্ভাবনা ও প্রতিকূলতা বিভিন্ন দিক উপস্থাপন করা হয়।