মোঃ সাইয়েদুজ্জামান বিশেষ প্রতিনিধিঃ
রাণিশংকৈল উপজেলার কাশিপুর গ্রামের পাসে তীরনই নদীর 'মিনি কক্সবাজার' ঘাট সংলগ্ন পশ্চিম পার্শ্বে, গোসল করতে যায় মায়ের সাথে, দুই সন্তান। একসাথে নদীতে ডোব দেয়, তার পর থেকে আর দেখা যায়নি তাদেরকে। গতকাল ২৬ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটে। উক্ত সময় থেকে একই পরিবারের তিন জন নিখোজ হয়।আজ ২৭ সেপ্টেম্বর সকালে মা ও দুই সন্তানকে উদ্ধার করেছে এলাকার লোকজন।
যানা যায়, কাশিপুর গ্রামের রহিম উদ্দীনের দুই সন্তান ও স্ত্রী।
মৃত নাসিমা ও তার দুই ছেলের নাম সামাউন ও সাফাত। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া বহমান। এলাকায় স্তব্ধতা বিরাজমান।