বিশেষ প্রতিনিধিঃ বাবুল হোসেন
কুড়িগ্রাম জেলায় 1995 সাল থেকে হতদরিদ্র মানুষের ভাগ্য উন্নয়নে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে সংগঠনের নির্বাহী পরিচালক মোঃ আজিজার রহমান মন্ডল। বিগত দিনে গনপ্রজাতন্তী বাংলাদেশ সরকারের এ আর আর পি প্রকল্পে নাগেশ্বরী, উলিপুর, রাজারহাট তিনটি উপজেলায় কাজ করে সচেতনতার মাধ্যমে অনেক পরিবার এর মুখে হাসি ফুটিয়েছেন। অদ্যকার সভায় 24 জন বেকার মহিলার মাঠ পর্যায়ে কাজের জন্য নিয়োগ করে, কর্মসংস্থানের ব্যাবস্থা করা হয়েছে। গ্রাউসের নির্বাহী পরিচালকজনাব মোঃ সাইয়েদুজ্জামান খোকন বলেন, আশার আলো পল্লী উন্নয়ন সংস্থা, এনজিও জগতের একটা রোল মডেল। তাদের সকল কর্মকাণ্ড আমাদের খুব ভালো লাগে, তাই ময়মনসিংহ থেকে বারবার দেখার জন্য চলে আসি। মাসোদা খাতুন প্রকল্প পরিচালক, আশার আলো পল্লী উন্নয়ন সংস্থা, বলেন তিনি এই সংগঠনে ছয়টি উপজেলায়, প্রায় ছয় হাজার কৃষাণীদের নিয়ে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে আসছেন। নির্বাহী পরিচালক জনাব মোঃ আজিজার রহমান মন্ডল বলেন চলতি ২০২৩ সালে পরিবেশ রক্ষায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা ১১৫০০ বিতরণ করেছেন। বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়ার কাজে আশার আলো পল্লী উন্নয়ন সংস্থা বদ্ধপরিকর।