উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টারঃ
র্যাব- ৬ নড়াইল লোহাগাড়া বাজারে অভিযান চালিয়ে ২২৮০ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়িকে গ্রেফতার করে।
সুত্র জানায়,র্যাব -৬ সদর কোম্পানি (ভাটিয়াপাড়া ক্যাম্প) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, নড়াইল জেলার লোহাগড়া উপজেলার লোহাগড়া বাজারের পাশে একটি বাড়ীতে দুইজন মাদক কারবারী মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় করিতেছে।
এমন সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি লোহাগড়া থানাধীন লোহাগড়া বাজারের পাশের এক বাড়ীতে অভিযান পরিচালনা করার সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে আসামীরা সু-কৌশলে পালানোর চেষ্টা করে। আভিযানিক দলটি অত্যন্ত সতর্কতার সাথে আসামী (১) মোঃ রুবেল সরদার (৩২), পিতাঃ মোঃ শহিদুল ইসলাম, ও (২) মোঃ শাহীন সরদার (৪৫), পিতা-মৃত বাবুল সরদার,উভয় সাং-পাংখারচর, থানা-লোহাগড়া, জেলাঃ নড়াইলদ্বয়কে উক্ত স্থান হতে আটক করে। এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে ধৃত আসামীর নিকট হতে ২২৮০ পিস ইয়াবা, ০২ টি মোবাইল উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে নড়াইল জেলার লোহাগড়া থানায় হস্তান্তর করা হয়। আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়।