নওগাঁর আত্রাইয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা,গ্রেফতার-১
নওগাঁ জেলা প্রতিনিধি :
নওগাঁর আত্রাইয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামি উপজেলার পাঁচুপুর গ্রামের মো. জেহের আলী (৫০)।
জানা যায়, একই গ্রামের প্রতিবেশী জামাল সরদারের ৬ বছর বয়সী মেয়েকে জিনিস খাওয়ানোর প্রলোভন দিয়ে গত মঙ্গলবার বিকেলে নিজ বাড়িতে নিয়ে যায়। তার বাড়িতে লোকজন না থাকার সুযোগে জেহের আলী ওই মেয়েকে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করে। এ সময় সে চিৎকার শুরু করলে লোকজন এগিয়ে এলে লম্পট জেহের আলী পালিয়ে যায়। পরে খোঁজাখুজি করে তাকে স্থানীয় লোকজন আটক করে পুলিশে সোপর্দ করে।
এ ব্যাপারে মেয়ের বাবা জামাল সরদার বাদি হয়ে গত মঙ্গলবার সন্ধ্যায় আত্রাই থানায় একটি লিখিত এজাহার দায়ের করেন।
আত্রাই থানার ওসি মো. তারেকুর রহমান বলেন, মেয়ের জবানবন্দী রেকর্ডের জন্য তাকে নওগাঁ কোর্টে প্রেরণ করা হয়েছে এবং আসামি জেহের আলীকে বুধবার নওগাঁ জেল হাজতে পাঠানো হয়েছে।