এস এম শামীম হাসান নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর বদলগাছী থানায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরী করার অপরাধে ৪ বেকারীর মালিককে ৩২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জয়পুরহাট র্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোসাঃ আতিয়া খাতুন এ জরিমানা করেন।
র্যাব এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, বৃহস্প্রতিবার সকাল ৯ টা থেকে বেলা সাড়ে ১২ পর্যন্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরীর ভেজাল কাঁচামাল, মিষ্টি, কেক, রুটি ও বিস্কুট উৎপাদন ও বিপণন করার অপরাধে বিপাশা বেকারীর মালিক মোঃ আব্দুল হামিদকে ১০ হাজার টাকা, সুমন ফুড বেকারীর মালিক মোঃ বজলুর রহমানকে ৫ হাজার টাকা, রিভা বেকারীর মালিক ফরিদুল ইসলামকে ২ হাজার টাকা, সাদিয়া বেকারীর মালিক মোঃ শাহিনুর রহমানকে ১৫ হাজার টাকাসহ ৪টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৩২ হাজার টাকা জরিমানা করেন এবং উক্ত মিষ্টি, কেক, রুটি ও বিস্কুট তৈরীর ভেজাল কাঁচামাল ও উপাদানসমূহ ধ্বংস করেন।