ধর্ষণ মামলার আসামি গ্রেফতার।
মো: ওমর ফারুক, ফকিরহাট, বাগেরহাট।
বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার নলধা মৌভোগে কবিরাজি চিকিৎসার নামে বাতাসা খাইয়ে ৭ম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণ করে একিই এলাকার ভন্ড কবিরাজ কাইয়ুম (৪৩)
ধর্ষিতার পিতা বাদি হয়ে ফকিরহাট মডেল থানায় ধর্ষণ মামলা দায়ের করলে থানা পুলিশ অতিদ্রুত সময়ে মূল আসামি ও সহযোগী সহ ৯ জনকে গ্রেফতার করে।
এব্যাপারে ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আলীমুজ্জামান বলেন আমার থানার দায়িত্বপূর্ণ এলাকায় অপরাধ করে কেউ ছাড় পাবেনা।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল অপরাধকে গুরুত্ব দিয়ে অপরাধীকে দ্রুত গ্রেফতার করে বিচারের মুখোমুখি করার সকল ব্যবস্থা করা হবে।