নিজস্ব প্রতিবেদকঃ
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে রমজানে মানুষ দিশেহারা হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, রমজান শুরু হওয়ার আগে থেকে সবকিছুর মূল্য চরম ঊর্ধ্বগতিতে। মাছ, মাংস, শাক-সবজিসহ নিত্যপ্রয়োজনীয় সবকিছুই সাধারণ মানুষের নাগালের বাইরে। সাধারণ জনগণের দুর্ভোগের শেষ নেই। বিত্তশালীদের তাই অসহায়দের পাশে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।
বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকেলে চট্টগ্রাম নগরীর পাথরঘাটা এলাকায় ইফতার ও সেহরি সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন।
অনানুষ্ঠানিক হলেও বিএনপির সঙ্গে বসতে চায় ইসি
তিনি বলেন, আজ মানুষ ঠিকমতো একবেলা খেতে পারছে না। অবিলম্বে বাজার নিয়ন্ত্রণ করতে হবে। সরকার জনগণের কথা ভুলে গেছে। দেশের জনগণ স্বাধীনতা, সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত করেছিল মহান স্বাধীনতাযুদ্ধের মাধ্যমে। দেশের হারানো গণতন্ত্র বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছিল। আজ দেশে গণতন্ত্র নেই, মানুষের বাকস্বাধীনতা নেই, ভোটের অধিকার নেই। গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে দেশের মানুষ ঝাঁপিয়ে পড়বে এবং গণতন্ত্র ও ভোটাধিকার আবারও পুনরুদ্ধার হবে। আন্দোলনের মাধ্যমে এ সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে।
প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব আবুল হাশেম বক্কর বলেন, সরকার ও সরকারি দলের দুর্নীতির কারণে আজ দেশের এ দুরবস্থা। দেশের অর্থনীতির এ বেহাল অবস্থার জন্য আওয়ামী লীগ সরকার দায়ী। বাংলাদেশকে দুর্নীতিগ্রস্ত রাষ্ট্রে পরিচিত করেছে। নির্লজ্জ সরকার ক্ষমতায় থাকার অধিকার হারিয়ে ফেলেছে। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সরকারের পদত্যাগ করাতে হবে।
আন্দোলন করে আওয়ামী লীগের পতন ঘটানো যাবে না
পাথরঘাটা বিএনপির আহ্বায়ক সাবেক কাউন্সিলর ইসমাইল বালির সভাপতিত্বে ওয়ার্ড বিএনপি নেতা আনোয়ার হোসেন, মোহাম্মদ ইউনুস, মোহাম্মদ হামিদ, মোহাম্মদ শফি, কোতোয়ালি থানা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক এন মোহাম্মদ লিমন, ওয়ার্ড যুবদল নেতা মোহাম্মদ সাইফুল ইসলাম, ইফতেখার ইকবাল নাদিম, মো. জাহাঙ্গীর, মো. শাহ আলম, শের মোহাম্মদ, কোতোয়ালি থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক প্রিন্স মারুফ, সদস্যসচিব জসিম উদ্দিন, ওয়ার্ড ছাত্রদল নেতা বদরুল, রাকিব, হৃদয়, আহাদ খান শাকিল, মুন্না, হৃদয় পালসহ ওয়ার্ড যুবদল ও ছাত্রদলের নেতারা উপস্থিত ছিলেন।