মোঃ শামীম হোসেন - খুলনা বিভাগীয় প্রতিনিধিঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ অনুষ্ঠিত। খুলনায় শান্তি পূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পূর্ণ। খুলনা-১ আসন ঘুরে দেখা যায় এখানে ভোটাররা সকাল থেকেই উৎসব মুখর পরিবেশে ভোট প্রদান করছে। ৭ জানুয়ারি রবিবার অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগের মধ্যে দিয়ে তাদের পছন্দের প্রিয় নেতাদের বিজয়ী করার জন্য ভোট দিচ্ছে। খুলনা -১ আসনের দাকোপের বাজুয়া, লাউডোব, বানিশান্তা, কৈলাশগঞ্জ, দাকোপ এলাকার ভোট কেন্দ্রে গিয়ে দেখা যায় সকলে ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রয়োগ করছেন। ভোটাররা বলেন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কণ্যা আমাদের সকলের প্রিয় নেতা দাকোপের কৃতি সন্তান দাকোপ - বটিয়াঘাটা এলাকার উন্নয়নের রুপকার ননী গোপাল মন্ডলকে নৌকা প্রতীক দেওয়ায় আমরা সকলে খুশি তাই এলাকার মানুষ সকল ভেদাভেদ ভুলে সকলে এলাকার উন্নয়নের জন্য ভোট কেন্দ্রে এসে নৌকা প্রতীকে ভোট দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যাশাকে বাস্তবায়ন করার লক্ষ্যে দাকোপের কৃতি সন্তান ননী গোপাল মন্ডলকে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করবে। দাকোপ - বটিয়াঘাটা এলাকার ভোটাররা ভোট দিতে এসে বলেন আমাদের সকলের প্রত্যাশা এলাকার আওয়ামিলীগ, অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ এলাকার সাধারণ জনগণের দাবি প্রানের প্রিয় নেতা ননী গোপাল মন্ডলকে বিজয়ী করে এলাকার উন্নয়নে বিপ্লব ঘটাবো। তাই সকল ভোটাররা এখানে ভোট প্রয়োগ করছে। অসুস্থ রোগী, গর্ভবতী মহিলা, বৃদ্ধ, পঙ্গু রোগী এমনকি নতুন ভোটাররা তারা এসে ভোট প্রয়োগ করতে পেরে সকলে মহা- খুশি। লাউডোবের কালিকাবাটি ভোট কেন্দ্রে শেপালী মন্ডল নামের ৯০ বছরের এক বৃদ্ধ মহিলা ভোট কেন্দ্রে এসে বলেন এটাই মনে হয় আমার জীবনের শেষ ভোট আগামী নির্বাচনে আমি মনে হয় আর ভোট দিতে পারবো না তাই ভোট দিতে এসে আমার খুবই ভালো লাগছে। বাজুয়া ভোট কেন্দ্রে ইউসুফ আলী শেখ নামের এক পঙ্গু ভোটার ভ্যানে করে এসে কেরেশ হাতে ভোট কেন্দ্রে উটে বলেন খুবই কষ্ট করে এসে ভোট দিচ্ছি আমার খুবই ভালো লাগছে। এভাবেই সকাল থেকে সকলে ভোট কেন্দ্রে এসে ভোট প্রয়োগ করছে এমন দৃশ্যই দেখা যায় দাকোপ ঘুরে।