মোঃ রাশিদুল হাসান জিহাদ, নিজস্ব প্রতিনিধিঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা আ'লীগ ও জাতীয় পার্টি আয়োজিত নির্বাচনী জনসভায় অতীতের ভুল ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করে মহাজোট প্রার্থী আলহাজ্ব সালাহউদ্দিন আহমেদ মুক্তি'র পক্ষে লাঙ্গল প্রতীকে ভোট চাইলেন নির্বাচনী জনসভার সভাপতি ও সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।
আজ বিকেল ৩টায় স্থানীয় আর কে সরকারি মডেল উচ্চ বিদ্যালয় খেলার মাঠে অনুষ্ঠেয় নির্বাচনী জনসভায় প্রধান অতিথি ময়মনসিংহ জেলা আ'লীগের সভাপতি এহতেশামুল আলমের উপস্থিতিতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, জেলা আ.লীগের সাঃ সঃ এড.মোয়াজ্জেম হোসেন বাবুল, জেলা জাপা নেতা জাহাঙ্গীর আলম, জেলা আওয়ামী মহিলা লীগ নেতা আনোয়ারা আলম, জেলা পরিষদ সদস্য মাহাবুবুল আলম মনি, মহাজোট প্রার্থী ও কেন্দ্রীয় কমিটি (জাপা) ভাইস চেয়ারম্যান আলহাজ্ব সালাহউদ্দিন আহমেদ মুক্তি,নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক পৌর মেয়র আলহাজ্ব বিল্লাল হোসেন সরকার, বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক ইঁদু, বীর মুক্তিযোদ্ধা জাহান আলী সরকার, মুক্তাগাছা উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব আরব আলী, মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা আক্তার কাকলী,
জাপা নেতা আলহাজ্ব নুরুদ্দিন আহমেদ খাঁন সুলতান প্রমুখ। স্থানীয় পৌরসভা ও ১০টি ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মুহুর্মূহু করতালি ও স্লোগানে মুখরিত জনসভাস্থল নির্ধারিত সময়ের আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায়। পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে শুরু হওয়া উক্ত জনসমাবেশে বক্তারা উন্নয়নের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, উন্নয়নের স্বার্থে, জোটের স্বার্থে, শক্তিশালী ও টেকসই আর্থ সামাজিক স্মার্ট বাংলাদেশ বিনির্মানের স্বার্থে জননেত্রী শেখ হাসিনার নির্দেশানুযায়ী ময়মনসিংহ-৫ ( মুক্তাগাছা) আসনে লাঙল প্রতীকে ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রতি উদাত্ত আহ্বান জানান। উক্ত আয়োজনে জনপ্রতিনিধি, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ, উলামা-মাশায়েখসহ জাপা ও আওয়ামীলীগসহ ছাত্রলীগ, যুবলীগ, যুব মহিলা লীগ, কৃষক লীগ, তাতী লীগ, মৎস্যজীবী লীগ, শ্রমিক লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সুষ্ঠু,অবাধ,নিরপেক্ষ ও অংশগ্রহণমুলক ভোটাধিকার প্রয়োগ গণতন্ত্রের সুরক্ষা,দুর্নীতিসহ সামাজিক অবক্ষয় রোধসহ আর্থ সামাজিক উন্নয়নের পূর্বশর্ত বলে অভিজ্ঞ মহলের ধারণা ।