মোঃ রাশিদুল হাসান জিহাদ, নিজস্ব প্রতিনিধিঃ মুহুর্মুহু করতালি, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, প্যানা, ব্যানার, ফেস্টুনে সু সজ্জিত মিছিল, পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ময়মনসিংহ-৪ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী, উন্নয়নের রূপকার আলহাজ্ব মোঃ আমিনুল হক শামীম (ট্রাক প্রতীক) এর নির্বাচনী কর্মসূচি অনুযায়ী আজ সিটি কর্পোরেশনের ০১ ওয়ার্ডের কাঠগোলা বাজারে পথসভা অনুষ্ঠিত হয়। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান বাবু'র সভাপতিত্বে উক্ত পথসভায় ময়মনসিংহ জেলা ও মহানগরের কেন্দ্রীয় ছাত্র, যুব, যুব মহিলা লীগসহ মৎস্যজীবি লীগ, তাঁতী লীগ, কৃষক লীগ, আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ এর আয়োজনে অনুষ্ঠিত উক্ত নির্বাচনী পথসভায় মহানগর আওয়ামী লীগের অন্যতম কার্যকরী সদস্য ও সাবেক ছাত্র নেতা শফিকুল ইসলাম শুভ, যুবনেতা হেদায়াতুল্লাহ রিজভী'র সার্বিক তত্ত্বাবধান ও স্থানীয় আওয়ামী লীগ নেতা ইমরান বঙ্গরাজ এর সঞ্চালনায় উক্ত সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শওকত জাহান মুকুল, মহানগর আওয়ামী মৎসজীবী লীগের সহ-সভাপতি আমিনুল ইসলাম নান্টু, বিশিষ্ট সমাজসেবক আনিছুর রহমান প্রমূখ। বিকাল ৪ টায় অনুষ্ঠেয় উক্ত পথসভায় স্থানীয় ভোটার বিশেষ করে মহিলাদের ভোটার উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। ৩৩টি ওয়ার্ড ও ১৩টি ইউনিয়ন সমন্বয়ে গঠিত ময়মনসিংহ-৪ (সদর) সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব আমিনুল হক শামীম বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলাদেশ, মুক্তিযুদ্ধের চেতনায় লালিত সোনার বাংলাদেশ, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশের সার্বিক উন্নয়ন অব্যাহত রাখার স্বার্থে আমাকে আপনারা ভোট দিবেন। আপনাদের পবিত্র ভোটে আমি নির্বাচিত হতে পারলে দেশ-জাতি তথা আমার সংসদীয় এলাকা থেকে মাদক, সন্ত্রাস, দুর্নীতিসহ সামাজিক অসঙ্গতি নিরসনের পাশাপাশি শিল্পোন্নয়নের মাধ্যমে আর্থ সামাজিক উন্নয়ন তথা প্রশিক্ষনের মাধ্যমে বেকারত্ব দূর করবো ইনশাআল্লাহ। ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব আমিনুল হক শামীম কোন ব্যক্তি বা গোষ্ঠীর হুমকি ধমকি ভয়ের তোয়াক্কা না করে মহান আল্লাহ তায়ালার উপর ভরসা করে রাজনৈতিক ভাবে এগিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। উক্ত নির্বাচনী পথসভায় সাধারণ ভোটার, দলীয় নেতাকর্মী ছাড়াও সামাজিক-সাংস্কৃতিক ও বিভিন্ন পেশাজীবি সংগঠনের গণ্যমান্য ব্যক্তিবর্গ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও অকুণ্ঠ সমর্থন জানান।