মোঃ রাশিদুল হাসান জিহাদ, নিজস্ব প্রতিনিধিঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ মনোনয়ন সংগ্রহ ও জমা দানের শেষ দিনে ময়মনসিংহ- ৫ (মুক্তাগাছা) আসনে মহাজোটের অন্যতম শরিক দল আওয়ামী লীগ ও জাতীয় পার্টির ০২ হেভিওয়েট প্রার্থী যথাক্রমে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই আকন্দ (নৌকা) ও জাপা'র সালাউদ্দিন আহমেদ মুক্তি (লাঙল) সহ মোট ০৯ জন তাদের মনোনয়ন পত্র দাখিল করেন। সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত সহকারী রিটার্নিং ও উপজেলা নির্বাহী অফিসার একেএম লুৎফর রহমান এর কার্যালয়ে অন্যান্যদের মধ্যে মনোনয়ন পত্র দাখিল করেন মোঃ ফয়জুর রহমান (স্বতন্ত্র), জাকের পার্টি'র আজহারুল ইসলাম (গোলাপ ফুল), কৃষক শ্রমিক জনতা লীগ'র মোহাম্মদ শাহীনুর আলম (গামছা), এনপিপি'র মোঃ সামান মিয়া (আম), বদর উদ্দিন আহমেদ (স্বতন্ত্র), বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি'র মোঃ রফিকুল ইসলাম রবি (হাতুড়ি), মোঃ নজরুল ইসলাম (স্বতন্ত্র)। এসময় উপজেলা নির্বাচন অফিসার সৈয়দা শারমিন আক্তার, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা কর্মচারীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াকর্মী উপস্থিত ছিলেন। উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত উক্ত আয়োজনে উল্লেখযোগ্য সংখ্যক প্রার্থী তাদের নির্বাচনী বৈতরনী পাড় করার লক্ষ্যে সাংবাদিকদের কাছে শতভাগ আশাবাদ ব্যক্ত করেন।