ময়মনসিংহ থেকে মোঃ সাইয়েদুজ্জান বিশেষ প্রতিনিধি ঢাকা (২৯ আগস্ট, ২০২৩ খ্রি.):
দৈনিক আজকের কাগজের প্রকাশক ও সম্পাদক, ইউল্যাব ও জেমকন গ্রুপের প্রতিষ্ঠাতা কাজী শাহেদ আহমদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।
প্রতিমন্ত্রী আজ এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
শোকবার্তায় সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, কাজী শাহেদ আহমদ ছিলেন দেশের সংবাদপত্র জগতে আধুনিকতার অন্যতম পথিকৃত। তিনি দেশের সংবাদপত্র, শিক্ষা, শিল্প, ক্রীড়া সেক্টরে অভূতপূর্ব অবদান রেখেছেন। তিনি তাঁর কর্মের মধ্য দিয়ে বাংলার মানুষের হৃদয়ে দীর্ঘকাল বেঁচে থাকবেন।
উল্লেখ্য, কাজী শাহেদ আহমদ (৮৩) গতকাল সোমবার (২৮ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।।