মোঃ তারেক রহমান সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ গতকাল আটাশ অক্টোবর ঢাকায় বিএনপি জামাতের মহাসমাবেশে পুলিশ হত্যা, গাড়ি পোড়ানো, সাংবাদিক পেটানো, প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও সরকারি বিভিন্ন স্থাপনায় হামলা ও হরতালের প্রতিবাদে আজ রবিবার বিকেলে শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগ শাহজাদপুর কাপড় হাটে এক শান্তি ও উন্নয়ন সমাবেশ করে।
শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. শেখ আব্দুল হামিদ লাবলুর সঞ্চালনায় অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম।
সমাবেশে বক্তারা কর্তব্যরত পুলিশ সদস্যকে হত্যার প্রতিবাদ করেন এবং তার বিদেহী আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় বক্তারা জামাত বিএনপির নৈরাজ্য প্রতিরোধে জনগণের পাশে থাকার অঙ্গীকার করেন এবং তাদের প্রতিহত করার আহবান জানান।
সমাবেশে বক্তব্য রাখেন শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শাহজাদপুর পৌরসভার মেয়র মোঃ মনির আক্তার খান তরু লোদী, মুস্তাক আহমেদ, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ড. সাজ্জাদ হায়দার লিটন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক উপ কমিটির সদস্য সুমগ্ন করিম, শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবে ওয়াহিদ শেখ কাজল, শাহজাদপুর উপজেলা যুবলীগের আহবায়ক আশিকুল হক দিনার, কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাথী তালুকদার ও স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মারুফ হোসেন সুনাম প্রমুখ।
সমাবেশে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক গন উপস্থিত ছিলেন।