এস এম আলমগীর চাঁদ (সাঁথিয়া, পাবনা প্রতিনিধি )
শুভ বিজয়া দশমী উপলক্ষে দেশবাসী কে সারদীয় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান ঐক্য পরিষদের সাঁথিয়া উপজেলা সভাপতি সৈকত কুমার ঘোষ মানিক ।তিনি জানান, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রে পরিণত হয়েছে ।
এখানে আমরা জাতি, ধর্ম নির্বিশেষে সকলেই নিজ নিজ ধর্ম পালন করতে পারি । বাংগালী জাতি এখন বিশ্বাস করে “ধর্ম যার যার উৎসব সবার “। বিভিন্ন ধর্মীয় উৎসব পালনে আমরা ভিন্ন ধর্মের মানুষের সহযোগিতা পাই । জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বাঙালি জাতি এখন পরষ্পর ভাই ভাই ।
তিনি বলেন, সকল ভেদাভেদ ভুলে সকল ধর্মের মানুষের সাথে উৎসবের আনন্দ উপভোগ করা উচিত । তিনি ধর্মীয় চেতনায় উদ্বুদ্ধ না হয়ে সকল কে বাঙালি জাতিগত চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান ।