দেবিদ্বার পৌর নির্বাচনে নৌকার মনোনয়ন পেতে কেন্দ্রে যাচ্ছে ৮ নাম।
মোঃ তোফায়েল আহমেদ দেবিদ্বার কুমিল্লা প্রতিনিধি।
প্রায় ২১ বছর পর ১৭ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে কুমিল্লার দেবিদ্বার পৌরসভার প্রথম নির্বাচন। তফসিল ঘোষণার পর এলাকায় প্রচারে নেমে পড়েছেন সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। ভোটারদের মাঝেও আগ্রহের কমতি নেই। অর্ধডজনের বেশি সম্ভাব্য প্রার্থী নৌকার মনোনয়নের জন্য কেন্দ্রে জোড় তদবির চালিয়ে যাচ্ছেন। এর মধ্যে ৮ জনের নাম কেন্দ্রে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে দেবিদ্বার পৌর আওয়ামী লীগ।
রোববার দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের উপস্থিতিতে জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগ সভাপতি আবুল কাশেম চেয়ারম্যান। তালিকায় থাকা ব্যক্তিরা হলেন- পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম চেয়ারম্যান, উপজেলা যুবলীগ সভাপতি আবুল কাসেম ওমানী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ভিপি বাবুল হোসেন রাজু, কেন্দ্রীয় সাবেক ছাত্রনেতা প্রভাষক সাইফুল ইসলাম শামীম, পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হাজি কেফায়েত উল্লাহ, আওয়ামী লীগ নেতা এমএ কাইয়ুম ভূঁইয়া ও মোসলেহ উদ্দিন মানিকসহ গোলাম জাহাঙ্গীর স্বপন মোল্লা।
পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম চেয়ারম্যান বলেন দেবিদ্বার চেয়ারম্যান বাড়ি অস্থায়ী আওয়ামীলীগ অফিসে প্রথমে বৈঠকে উপস্থিত নৌকা প্রতীকে নির্বাচন করতে আগ্রহী সম্ভাব্য ৭ প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়। ২-১ দিনের মধ্যে এই তালিকা উপজেলা ও জেলা কমিটির মাধ্যমে কেন্দ্রে পাঠানো হবে। এদিকে অপর প্রার্থী গোলাম জাহাঙ্গীর স্বপন মোল্লা জানান, তিনি বৈঠকে যথাসময়ে উপস্থিত হতে পারেনি নৌকার মনোনয়নের জন্য যথা যথ ভাবে আবেদন করবেন।
দেবিদ্বার পৌর নির্বাচনে অংশগ্রহণে আগ্রহী মেয়র,কাউন্সিলর ও মহিলা কাউন্সিলর পদপ্রার্থীরা দেবিদ্বার উপজেলা নির্বাচন অফিস হতে আজ ৫/৬/২০২৩ হতেই মনোনয়ন পত্র সংগ্রহ করতে পারবেন। মেয়র-২০০০০/= কাউন্সিলর ৫০০০/= এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর ৫০০০/= টাকা। তবে মনোনয়ন পত্র সংগ্রহ করার আগে ভোটার লিষ্টের সিডির জন্য রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকে প্রতি ওয়ার্ডে ৫০০/= হারে জমা দিতে হবে।
বিঃদ্রঃ আয়কর সার্টিফিকেট (TIN) এবং সর্বশেষ রিটার্ন দাখিল করা থাকতে হবে।