দি হাঙ্গার প্রজেক্টের এসপিএল প্রকল্পের ইয়ুথ এম্বাসাডর গ্রুপের ইয়ুথ ক্যাম্পেইন অনুষ্ঠিত
সৈয়দ অনুজ, স্টাফ রিপোর্টার :-
দি হাঙ্গার প্রজেক্টের এসপিএল প্রকল্পের ইয়ুথ এম্বাসাডর গ্রুপ,বাগেরহাট সদর এর আয়োজনে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন শান্তিপূর্ণ করতে ২১ এপ্রিল ২০২৪ তারিখে বিকাল ৩ টায় বাগেরহাট সদরে বিভিন্ন রাজনৈতিক দলের তরুন নেতৃবৃন্দদের নিয়ে যাত্রাপুর বাজারে" সংঘাতহীন শান্তিপূর্ণ নির্বাচনে তরুণ রাজনৈতিক নেতৃবৃন্দের করণীয়" শীর্ষক একটি ইয়ুথ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।উক্ত ক্যাম্পেইনে সকল রাজনৈতিক ছাত্রসংগঠন এর নেতৃবৃন্দ সহমত হন যে সংঘাত কোনো কল্যান বয়ে আনতে পারে না। সকল রাজনৈতিক ছাত্রসংগঠন ও সুশীল সমাজের নেতৃবৃন্দ নির্বাচনকালীন সময়ে সকল দ্বন্দ্ব ও সংঘাত থেকে দূরে থাকতে অংঙ্গিকার সংবলিত ব্যানারে স্বাক্ষর করেন। সভায় উপস্থিত ছিলেন যাত্রাপুর ইউনিয়ন পরিষদে ১ নং ওয়ার্ডের সদস্য জনাব বেগ জিহাদুল হক খোকন,বাগেরহাট সদর উপজেলার যুব মহিলা লিগের সাধারণ সম্পাদক সনিয়া,ষাটগম্বুজ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তন্ময়,রাংদিয়া কলেজ ছাত্রলীগের সভাপতি রাফিদ, দি হাঙ্গার প্রজেক্টের এসপিএল প্রকল্পের সদর পিএফজি এর সমন্ময়কারী জনাব এস কে এ হাসিব সহ ছাত্রদল,ছাত্রলীগ ও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।