মোঃ শামীম হোসেন – খুলনা বিভাগীয় প্রতিনিধিঃ- মোংলার দিগরাজ ব্যাংক রোড শান্তি নগর আবাসিক এলাকার মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে রাসেল স্মৃতি ১৬ দলীয় মিনি ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এর খেলা। খেলাটির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হবে ৩০ সেপ্টেম্বর শনিবার বিকাল ৪ টায় দিগরাজ শান্তি নগর আবাসিক এলাকার যুব স্পোর্টিং ক্লাব মাঠ প্রাঙ্গনে। শুভ উদ্বোধন খেলায় ৩০ সেপ্টেম্বর শনিবার বিকাল ৪ টায় অংশ গ্রহন করবে বন্ধু মহল (মনি) বনাম ব্লাড ডোনেশন ( মেরাজ)। দ্বিতীয় দিন ০১ অক্টোবর রবিবার বিকাল ৩ টায় অর্নিবান যুব সংঘ( রাজিব) বনাম দিগরাজ কলেজ। বিকাল ৪ টায় শান্তি নগর যুব স্পোর্টিং ক্লাব ( মমিন) বনাম ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাব ( রাহাত)। তৃতীয় দিন ০২ অক্টোবর সোমবার বিকাল ৩ টায় এইচ আর স্পোর্টিং ক্লাব ( আমজাত) বনাম বঙ্গজ ক্রিড়াচক্র। বিকাল ৪ টায় পাওয়ার টেক ( বিপ্লব) বনাম পাওয়ার হাউজ। চতুর্থ দিন ০৩ অক্টোবর মঙ্গলবার বিকাল ৩ টায় কাঠামারি ( তাপস) বনাম মিয়া পাড়া (ইয়াসমিন) । বিকাল ৪ টায় নিছা এফ সি ( সাব্বির) বনাম হাজি বাড়ি (বাপ্পি) । পঞ্চম দিন ০৪ অক্টোবর বুধবার বিকাল ৩ টা ৩০ মিনিটে মর্নিং স্পোর্টিং ক্লাব ( মাহতাব) বনাম খুলিল স্পোর্টিং ক্লাব (রুমান) এদের মধ্যে প্রথম রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে। পরে বিজয়ী দলের মধ্যে দ্বিতীয় রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে। সকলকে খেলা দেখার জন্য আহবান করা হলো। প্রচারে শান্তি নগর আবাসিক এলাকার যুব উন্নয়ন স্পোর্টিং ক্লাব।