দাকোপে মহিলা আওয়ামী লীগ ও সেচ্ছাসেবক লীগের উদ্যোগে বঙ্গমাতার জন্মবার্ষিকী পালিত
মোঃ শামীম হোসেন- খুলনা বিভাগীয় প্রতিনিধিঃ-
খুলনার দাকোপে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মীনি বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে উপজেলা স্বেচ্ছাসেবকলীগ ও মহিলা আওয়ামীলীগের যৌথ আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। (৮ আগস্ট) মঙ্গলবার বিকাল ৫ টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক জি এম রেজার পরিচালনায় এবং উপজেলা মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অধ্যাপক লিপিকা বৈরাগী ও স্বেচ্ছাসেবকলীগ সদস্য সচিব উত্তম রায়ের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামী সভাপতি ও উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন। সম্মানিত অতিথির বক্তৃতা করেন খুলনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ননী গোপাল মন্ডল। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আব্দুল্লাহ ফকির, চালনা পৌরসভা আওয়ামী লীগের সভাপতি শেখ শফিকুল ইসলাম আক্কেল, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের, উপজেলা আওয়ামী লীগের সাবেক সংগঠনিক সম্পাদক এবিএম রুহুল আমীন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, উপজেলা শ্রমিক লীগ সভাপতি ও দাকোপ প্রেসক্লাব সভাপতি গোবিন্দ বিশ্বাস, উপজেলা মহিলা আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি ফরিদা বেগম, আওয়ামী লীগনেতা আজগর হোসেন ছাব্বির, উপজেলা শ্রমিক লীগ সাধারণ সম্পাদক অমরেশ ঢালী, পৌর প্যানেল মেয়র শেখ মেহেদী হাসান বুলবুল, মহিলা আওয়ামী লীগ নেত্রী রওশানারা বেগম, বিথিকা রায়, স্বেচ্ছাসেবক লীগ নেতা কুমারেশ বিশ্বাস, বিপ্লব রায়,হাদিজুর রহমান, হাদিউজ্জামানা অরেঞ্জ, উৎপল মন্ডল, সম্ভ বিশ্বাস,সমির, সুকান্ত প্রমুখ। সভাশেষে বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন্নেছা মুজিবের আত্মার মাগফিরত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।