দাকোপে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী উদযাপন
মোঃ শামীম হোসেন - খুলনা বিভাগীয় প্রতিনিধিঃ-
“সংগ্রাম-স্বাধীনতা, প্রেরণায় বঙ্গমাতা”এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে খলনার দাকোপ উপজেলা প্রশাসন, মহিলা বিষয়ক ও তথ্যআপা অধিদপ্তরের যৌথ উদ্যোগে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী উদযাপন, সেলাই মেশিন, পানির ট্যাকিং বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এ লক্ষে ৮ আগস্ট মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় দাকোপ উপজেলা মুক্তিযোদ্ধা ভবন মিলনায়তনে দাকোপ উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তী এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকার পরিচালনায় অতিথি হিসেবে বক্তৃতা করেন দাকোপ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, দাকোপ থানা অফিসার ইনর্চাজ উজ্জ্বল কুমার দক্ত, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ সেলিম সুলতান, উপজেলা প্রকৌশলী মোঃ এস, এম, জাহাঙ্গীর আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুমন্ত পোদ্দার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আব্দুল কাদের, বীর মুক্তিযোদ্ধা গাজী অহেদ আলী, আইসিটি কর্মকর্তা সমীরণ বিশ্বাস, ইউপি চেয়ারম্যান শেখ সাব্বির আহম্মেদ, উপজেলা তথ্যআপা কর্মকর্তা সারমীন নাসরীন, ইন্সটেক্টর মোসলেম উদ্দিন, প্রধান শিক্ষক নিত্যান্দ রায়, সাংবাদিক মামুনুর রশিদসহ সভায় উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী গন সহ বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, ইউনিয়ন থেকে আসা প্রশিক্ষণ গ্রহণ করা ভুক্তভোগীগণ। সভা শেষে ৮ জন অস্বচ্ছল মহিলাদের সেলাই মেশিন, ৩ জনকে ২ হাজার টাকা নগদ অর্থ ও উপজেলা পরিষদ থেকে ১১ জন হতদরিদ্র পরিবারকে মাঝে পানির ট্যাকিং বিতরণ করা হয়।