দর্শনা থানা পুলিশে মাদক বিরোধী অভিযানে ফেন্সিডিল উদ্ধার গ্রেফতার ১
তানজিল আহমেদ রনি চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধ
চুয়াডাঙ্গা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব আব্দুল্লাহ্ আল-মামুনের সার্বিক দিকনির্দেশনায় দর্শনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব এস এম আমান উল্লাহর নেতৃত্বে দর্শনা থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মোঃ নিরব হোসেন সঙ্গীয় অফিসার এসআই (নিঃ) টিপু সুলতান, এসআই (নিঃ) শামীম রেজা, এসআই (নিঃ) সুজন আলী ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানাধীন মদনা সেন্টারপাড়া সাকিনাস্থ মদনা বাজার হতে প্রতাবপুরগামী পাকা রাস্তার পশ্চিম পাশে জনৈক সাইফুল @ খোকা মিয়া (৫০), পিতা-মৃত খাদেম মোল্লার মেহগনি বাগানের ভিতর হতে ইং-১৬/০৫/২০২৩ তারিখ আনুমানিক ০০.৪৫ ঘটিকার সময় আসামীর হেফাজত হতে অবৈধ মাদকদ্রব্য ১৩২ বোতল ফেন্সিডিলসহ আসামী ১। মোঃ মিলন মিয়া (৪০), পিতা-মৃত মজিবর রহমান, সাং-ঝাঝাডাঙ্গা (বাগানপাড়া), বর্তমান সাং-মদনা (দক্ষিনপাড়া), থানা-দর্শনা, জেলা-চুয়াডাঙ্গাকে গ্রেফতার করে।
এ সংক্রান্তে দর্শনা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়।