দর্শনায় অপহরণকারী ও চাঁদাবাজ চক্রের মূল হোতাসহ গ্রেফতার ০৩
তানজিল আহমেদ রনি চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি
গত ০৪.০৪.২০২৩ খ্রিঃ তারিখ সন্ধ্যা অনুমানিক ০৭:৩০ ঘটিকার সময় দর্শনা থানাধীন দর্শনা ডিলাক্স পরিবহন কাউন্টার হতে মোঃ নশকর আলী (৪৫), পিতা-মৃত মুনছুর আলী, সাং-হরিশচন্দ্রপুর (নতুনগ্রাম), থানা-দর্শনা, জেলা-চুয়াডাঙ্গাকে অজ্ঞাতনামা অপহরনকারীরা অপহরণপূর্বক অজ্ঞাতস্থানে নিয়ে আটকে রাখে। আসামিরা ভিকটিমকে শারীরিকভাবে নির্যাতনের ভিডিও তার পরিবারের কাছে পাঠায় এবং মুক্তিপণ দাবি করে। এমন পরিস্থিতিতে ভিকটিমের পরিবার বিভিন্ন জায়গায় খোজাখুজি অব্যাহত রেখে নিরূপায় হয়ে থানা পুলিশের শরণাপন্ন হয়।
পরবর্তীতে দর্শনা থানায় বাদীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে অদ্য ০৮.০৪.২০২৩ খ্রি: তারিখে চুয়াডাঙ্গা জেলা পুলিশের অভিভাবক জনাব আব্দুল্লাহ্ আল-মামুন, পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় জনাব মোঃ ফেরদৌস ওয়াহিদ, অফিসার ইনচার্জ, দর্শনা থানার নেতৃত্বে দর্শনা থানার এসআই (নিঃ) নীতিশ বিশ্বাস, এএসআই (নিঃ) মোঃ সানোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ উক্ত ভিকটিমকে উদ্ধারের জন্য অভিযান পরিচালনাকালে তথ্য প্রযুক্তির সহায়তায় টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানাধীন আটিয়া ইউনিয়ন হতে অপহৃত ব্যক্তি মোঃ নশকর আলী (৪৫), পিতা-মৃত মুনছুর আলী, সাং-হরিশচন্দ্রপুর (নতুনগ্রাম), থানা-দর্শনা, জেলা-চুয়াডাঙ্গাকে সুস্থ্য শরীরে উদ্ধারপূর্বক উক্ত স্থান হতে আসামী ১। মোঃ রানা (৩২), পিতা-মৃত নজরুল ইসলাম, মাতা-মোছাঃ রিনা বেগম, ২। মোঃ আব্দুল হানিফ (২৬), পিতা-মোঃ মনছের আলী, মাতা-মোছাঃ ফাতেমা বেগম, উভয় সাং-ছিট মীরগঞ্জ, থানা-জলঢাকা, ৩। মোঃ নাজমুল হোসেন (২৮), পিতা-মৃত আতিয়ার রহমান, মাতা-মোছাঃ মুসলিমা বেগম, সাং-মাগুড়া (ফকিরপাড়া), থানা-কিশোরগঞ্জ, সর্বজেলা-নীলফামারিদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে দর্শনা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়।