দক্ষিণ বংগের ঐতিহ্যবাহী গবাদিপশুর হাট পরিদর্শন করলেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা।
মো: ওমর ফারুক, বাগেরহাট জেলা প্রতিনিধি।
বাগেরহাট জেলার বেতাগা গবাদিপশুর হাট পরিদর্শন করলেন বাগেরহাট জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জনাব শরীফুল ইসলাম। পরিদর্শনকালে বিক্রেতাদের সাথে কথা বলেন এবং পরামর্শ দেন যেন কেউ অসুস্থ পশু কেনাবেচা না করে। এসময় সাথে ছিলেন স্মার্ট ফকিরহাট উপজেলা চেয়ারম্যান জনাব স্বপন কুমার দাশ।হাটে ভ্রাম্যমাণ পশু চিকিৎসক সহ মেডিক্যাল টিমের চিকিৎসা সেবা কার্যক্রমের পাশাপাশি জাল টাকা চিহ্নিত করণের জন্য ব্যাংক প্রতিনিধি, নিরাপত্তা নিশ্চিত করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি নিশ্চিত করেন। পরিদর্শন দলের সাথে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জনাব জাহিদুর রহমান, ভ্যাটেরিনারি সার্জন জনাব ওয়ালিউল এবং চিকিৎসা সহকারীগম।
পরিদর্শন শেষে তিনি উপস্থিত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।