ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য শেখ হাসিনার আম উপহার
এস.এম অলিউল্লাহ ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে বৃহস্পতিবার দুপুরে আমগুলো হস্তান্তর করা হয়। প্রবা ফটো
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের পর ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার জন্য আম উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে উপহারের ৫০০ কেজি আম পৌঁছে দেওয়া হয়েছে ত্রিপুরার রাজধানী আগরতলায়।
আখাউড়া কাস্টমস সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পিকআপ ভ্যানে করে আমগুলো আখাউড়া স্থলবন্দরে আনা হয়। বেলা ১টার দিকে বাংলাদেশ সহকারী হাইকমিশনের কাছে আমগুলো হস্তান্তর করেন স্থানীয় সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান শোয়েব ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী রাজিব উদ্দিন ভুঁইয়া। প্রতি কার্টনে ৫ কেজি করে ১০০টি কার্টনে করে আসা ৫০০ কেজি আমের সবগুলোই হিমসাগর। পরবর্তীতে আগরতলাস্থ বাংলাদেশ সহকারী হাইকমিশনের কাছে আমগুলো হস্তান্তর করা হয়। তিনি ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার কাছে আমগুলো পৌঁছে দেবেন।