তৃতীয় বারের মত ডিএমপির শ্রেষ্ট পুলিশ পরিদর্শক (অপারেশন) আফতাব উদ্দিন শেখ
মোঃ খাইরুজ্জামান সজিব সিনিয়র স্টাফ রিপোর্টার
ঢাকা মহানগরের আইন-শৃঙ্খলা রক্ষাও জননিরাপত্তা বিধান সহ উত্তম কাজের স্বীকৃতি হিসেবে ডিএমপির বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্য কে আর্থিক পুরস্কারে পুরুস্কৃত করলেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বিপিএমবার- পিপিএম। -২০/০৮/২৩ ইং রােজ রবিবার সকালে ডিএমপি হেডকোয়ার্টাসে ২০২৩ সালের জুলাই মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ভালো কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন ডিএমপি কমিশনার। জুলাই মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের পুলিশ পরিদর্শক (অপারেশনস) – দের মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন দক্ষিণখান থানার পুলিশ পরিদর্শক (অপারেশনস)মোহাম্মদ আফতাব উদ্দিন (শেখ) এ নিয়ে তিনি তৃতীয় বারের মত এ পুরস্কার লাভ করেন এছাড়াও তিনি উত্তরা বিভাগের দক্ষিণখান থানা দায়িত্ব কর্তব্য পালন করার পর থেকে উত্তরা বিভাগে নিয়মিত প্রথম হয়ে আসছেন। রাজধানীর বৃহৎ জনবহুল দক্ষিণখান থানায় পেশাগত দায়িত্ব পালন করে সাধারণ মানুষের মধ্যে সুনামও মানবিক পুলিশ অফিসার হিসেবে খ্যাতি অর্জন করেছেন দক্ষিণখান থানার পুলিশ পরিদর্শক (অপারেশনস) আফতাব উদ্দিন শেখ। এরই ধারাবাহিকতায় তিনি গত এপ্রিল মাসে জুন মাসেও জুলাই মাসে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পরিদর্শক (অপারেনস) এর মধ্যে প্রথম হন। আফতাব উদ্দিন শেখের আচরন,মানবিকতা, মূল্যবোধও সাহসিকতার দারুন প্রশংসা করছেন সাধারণ মানুষসহ- দক্ষিণখান থানায় কর্মরত সকল পুলিশ সদস্যরা। উত্তরার মত বৃহৎ এলাকায় দায়িত্ব পালন করা কঠিন হলেও তিনি তার নৈতিক আদর্শও সাহসিকতার মাধ্যমে সততার সাথে কাজ করে যাচ্ছেন।তিনি দীর্ঘদিন ধরে উত্তরার মধ্যে ব্যাপক পরিচিত সততাও দক্ষতার সাথে দায়িত্ব পালন করার জন্য। ২৯/১২/২০২০ ইং সালের পর থেকে তিনি দক্ষিণখান থানায় পুলিশ পরিদর্শক (অপারেশনস) হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন। বর্তমানে আফতাব উদ্দিন শেখের পেশাদারিত্বে দক্ষিণখান থানা পুলিশ অপরাধ নিমূলে বেশ সাফল্য অর্জন করেছে।উল্লেখ্য প্রতিমাসে অপরাধ বিশ্লেষন,অপরাধ নিয়ন্ত্রণে,পরবর্তী কর্মপন্থা ও কর্মকৌশল সম্পর্কিত নির্দেশনার পাশাপাশি মাঠ পর্যায়ে পুলিশ সদস্যও কর্মকর্তাদের কর্মোদ্দীপনা বাড়াতে প্রতি মাসের কার্যক্রম পয়েন্ট আকারে যোগ করে পরবর্তী মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় পুরস্কৃত করে থাকেন ডিএমপি কমিশনার। পুরস্কার প্রদানকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ন- পুলিশ কমিশনার (হেডকোয়ার্টাস) অতিরিক্ত দায়িত্বে যুগ্ন-পুলিশ কমিশার (ক্রাইম) সাইফুল্লা আল মামুন বিপিএম, পিপিএমবার- এর সঞ্চলনায় মাসিক অপরাধ পর্যালোচনা সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন) একেএম হাফিজ আক্তার বিপিএম বার,অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) অপারেশনস ডাঃ খন্দকার মহিউদ্দিন বিপিএমবার,অতিরিক্ত পুলিশ কমিশনার লজিস্টিকস ফিন্যান্স এন্ড প্রসিকিউরমেন্ট মহাঃ আশরাফুজ্জামান বিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার ট্রাফিক মুনিবুর রহমান,অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিসি) মোঃ আসাদুজ্জামান বিপিএম (বার), যুগ্ন- পুলিশ কমিশনারগন,উপ- পুলিশ কমিশনারগন ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।