বিশেষ প্রতিনিধি,মোঃ সাইফুলউল্লাহঃ
অভিযোগ সূত্রে জানা যায় ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়নের মধ্য কামদেব পুর গ্রামে অতর্কিত হামলার শিকার হয়েছে অত্র গ্রামের চৌকিদার রোমান ও তার ভাই মেহেদী
গুরুতর আহত হয়েছে।
পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে বলে জানাই স্থানীয়রা ,
দীর্ঘদিন ধরে ফরিদ ও তার সন্তান মিলে ভুক্তভোগীকে অনেক ভয় ভিত্তি এবং হুমকি ছিলেন, এ ব্যাপারে জানাতে ভুক্তভোগী রোমান ও তার ভাই মেহেদী জানান, দীর্ঘদিন ধরে আমাদেরকে বিভিন্নভাবে ভয় ভিত্তি এবং হুমকি দেয়ার ছিলো ফরিদ ও তার ছেলেপেলেরাজ আমি সেটার প্রতিবাদ করায় গত বুধবার (২৩ আগস্ট) দুপুর ১:৩০ মিনিটে চাচা ও চাচা মাওঃ ফরিদ ও তার তিন সন্তান মিলে এ হামলাটি চালায়।
এ ব্যাপারে স্থানীয় থানা পুলিশ জানান,ঘটনার সঠিক তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে ।