1. holyjannattv@gmail.com : rajib :
  2. admin@amarsangbadpratidin.com : admin :
  3. writers@amarsangbadpratidin.com : Writers :
মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ১১:৩১ পূর্বাহ্ন

তালেবানের বন্ধ করা আফগান নারীদের ‘রেডিও বেগম’ ফিরছে আবারও

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭ Time View

বিশেষ প্রতিবেদকঃ অননুমোদিতভাবে কন্টেন্ট সরবরাহ এবং লাইসেন্সের ভুল ব্যবহারের অভিযোগে কার্যক্রম স্থগিত করা হয়েছিলো আফগানিস্তানের নারীদের জন্য বিশেষ রেডিও স্টেশন ‘রেডিও বেগম’। অবশেষে কিছু শর্ত মেনে চলার প্রতিশ্রুতি দেয়ার পর পুনরায় ‘রেডিও বেগম’ স্টেশন চালুর অনুমতি দেয়া হয়েছে বলে জানিয়েছে তালেবান সরকার। সোমবার (২৪ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম আরব নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ২০২১ সালের আন্তর্জাতিক নারী দিবসে ‘রেডিও বেগম’ স্টেশনের অফিসিয়াল যাত্রা শুরু করে। যাত্রা শুরুর মাত্র পাঁচ মাস পর তালেবানরা দেশটির ক্ষমতা দখলে নেয়। ওই সময়ে সম্প্রচার চালিয়ে যাচ্ছিল রেডিও স্টেশনটি। কিছু দিন পর ‘অনুমোদনহীনভাবে বিদেশি টেলিভিশন চ্যানেলে কন্টেন্ট সরবরাহ’ ও ‘লাইসেন্সের অপব্যবহার’ করার অভিযোগে স্টেশনটির সম্প্রচার বন্ধ করে দেয় তালেবান সরকার।

স্থানীয় সময় শনিবার (২২ ফেব্রুয়ারি) রাতে জারি করা এক বিবৃতিতে তালেবানের তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয় জানিয়েছে যে ‘রেডিও বেগম’ পুনরায় কার্যক্রম পুনরায় শুরু করার জন্য বারবার অনুরোধ করেছে এবং কর্তৃপক্ষের কাছে প্রতিশ্রুতি দেয়ার পরে স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। তবে তালেবান সরকার ঠিক কী কী নীতি ও বিধির শর্ত আরোপ করেছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি।

প্রসঙ্গত, স্টেশনটির কন্টেন্ট সম্পূর্ণরূপে আফগান নারীদের দ্বারা প্রযোজিত। স্টেশনটির সহযোগী স্যাটেলাইট চ্যানেল ফ্রান্স থেকে পরিচালিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Amarsangbadpratidin.com
Theme Customized BY Kh Raad (FriliX Group)