ঢাবির জসীম উদ্দীন হলের নতুন প্রাধ্যক্ষ হলেন অধ্যাপক শাহিন খান
নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্দীন হলের নতুন প্রাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মোহাম্মদ শাহিন খান।
আজ মঙ্গলবার ( ৫ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আখতারুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয় অর্ডার,১৯৭৩- এর অন্তর্ভুক্ত ১ম স্ট্যাটিউটস-এর ১৮ (১) ধারা অনুযায়ী ড. মোহাম্মদ শাহিন খানকে নিয়োগ প্রদান করেন। আগামী তিন বছরের জন্য তিনি ওই হলের প্রাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন। জনসংযোগ দপ্তরের পরিচালক মাহমুদ আলমের বরাত দিয়ে জানা যায়, আগামী বৃহস্পতিবার (৬ এপ্রিল, ২০২৩) কবি জসীম উদ্দীন হলের প্রাধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন অধ্যাপক মোহাম্মদ শাহিন খান এবং উপাচার্য প্রদত্ত পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।
প্রসঙ্গত, অধ্যাপক ড. মোহাম্মদ শাহিন খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হিসেবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করে সুনাম কুড়িয়েছেন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সুত্র থেকে জানা যায়, ড. মোহাম্মদ শাহিন খান দীর্ঘ ১০ বছর হাজী মোহাম্মদ মুহসীন হলের আবাসিক শিক্ষক হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। তিনি সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্ক প্রোগ্রামের প্রোগ্রাম কো-অর্ডিনেটর হিসাবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন। শাহিন খান সম্পর্কে আরো জানা যায় যে, তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন ।
এছাড়াও তিনি অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যতম উদ্যোক্তা ও ট্রাস্টি সদস্য, বাংলাদেশ ক্লিনিকাল সোশ্যাল ওয়ার্কাস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন নীল দলের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট এবং ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি ইউনিটের কো-কনভেনর হিসেবে দায়িত্ব পালন করেছেন।