মোঃ শামীম হোসেন – খুলনা বিভাগীয় প্রতিনিধিঃ– ডেঙ্গু অস্বাভাবিক হারে বেড়েছে উল্লেখ খুলনা মহানগর বিএনপি নেতৃবৃন্দ বলেছেন, ডেঙ্গুতে মৃত্যু কমছে না। বর্ষা ও শরতে ডেঙ্গুর প্রকোপ বেশি বাড়ে। সেপ্টেম্বর মাসের শুরু থেকেই ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা অস্বাভাবিক হারে বেড়েছে। গণমাধ্যমের হিসাব অনুযায়ী, এ বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ১ লাখ ৪৫ হাজারের বেশি মানুষ। অথচ ডেঙ্গুতে মোকাবিলায় সরকার নির্বিকার। ভয়াবহ রোগের পুনরাবৃত্তি হওয়া স্বত্ত্বেও সরকারের আগাম কোনো সতর্কতা বা পূর্বাভাস দেয়ার বা প্রতিরোধের কোনো চেষ্টা করা হয়নি। বুধবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে দলীয় কার্যালয়ে ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে কেন্দ্রীয় কর্মসুচি সফল করতে মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক, থানা বিএনপির আহবায়ক ও সদস্য সচিব ও অঙ্গ সহযোগি সংগঠনের প্রধানদের যৌথ সভায় বক্তারা এসব কথা বলেন। বক্তারা আরো বলেন ডেঙ্গু সচেতনতায় ও প্রতিরোধে বিএনপির পক্ষ থেকে একটি প্রচারপত্র তৈরি করা হয়েছে। এই প্রচারপত্র সারা দেশের সব মহানগরে বিতরণ করা হবে। সভা থেকে ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে আগামী শুক্রবার বাদ জুম্মা খুলনা নগরী রয়েল মোড় থেকে লিফলেট বিতরণ কর্মসুচির উদ্বোধন করার সিদ্ধান্ত গৃহিত হয়। মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনার সভাপতিতে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সদস্য সচিব শফিকুল আলম তুহিন, স ম আব্দুর রহমান, এড. নুরুল হাসান রুবা, বদরুল আনাম খান, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, কে এম হুমায়ুন কবীর (ভিপি হুমায়ুন), হাফিজুর রহমান মনি, মুর্শিদ কামাল, সাজ্জাদ আহসান পরাগ প্রমূখ। লিফলেট বিতরণকালে প্রধান অতিথি থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ^র চন্দ্র রায়, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) অনিন্দ্য ইসলাম অমিত, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল।