ডিবি পুলিশের অভিযানে রূপসায় ২৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১,
মোল্লা জাহাঙ্গীর আলম _খুলনা //
খুলনার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাঈদুর রহমান পিপিএম-সেবা স্যারের সার্বিক দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা, খুলনার ইনচার্জ জনাব মোঃ নিজাম উদ্দীন মোল্যা স্যারের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ হাসানুজ্জামান সংগীয় অফিসার ও ফোর্সসহ রূপসা থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনাকালে গত ১২ই আগস্ট এর রাতে
খুলনা জেলা রূপসা উপজেলার বাধাল গ্রামের ধৃত আসামীর মালিকানাধীন চটপটি ও ফুসকা বিক্রয়ের দোকানের ভিতর থেকে আসামী ১"লিপন মল্লিক (২৮), পিতা-মৃত আমির হোসেন মল্লিক, মাতা-হালিমা বেগম, কে ধৃত করেন।
ধৃত আসামীর হেফাজত হতে ২৫ (পঁচিশ) পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্বার করেন। এ সংক্রান্তে এসআই/মোঃ হাসানুজ্জামান বাদী হয়ে রূপসা থানায় এজাহার দায়ের করেন।