ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গীতে "স্বাধীন সমাজ কল্যাণ পরিষদ" এর আনন্দ র্যালি
মো: সাব্বির আহমেদ জয়,বালিয়াডাঙ্গী উপজেলা প্রতিনিধি।
২৩ এপ্রিল ২০২৩ খ্রি. সকাল ১০ ঘটিকায় ১৫ বছর পূতি উপলক্ষে এক আনন্দ র্যালির আয়োজন করে 'স্বাধীন সমাজ কল্যাণ পরিষদ'।
"আপনার রক্ত অন্যের জীবন রক্তের মাধ্যমে হউক আত্মার বন্ধন" স্লোগানকে সামনে রেখে আজকের এই দিনে অর্থাৎ ২০০৮ সালে এপ্রিল মাসের ২৩ তারিখে উত্তরের জনপদ বালিয়াডাঙ্গী, ঠাকুুরগাঁও এর বুকে গড়ে উঠে একটি স্বেচ্ছাসেবী ও স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ''স্বাধীন সমাজ কল্যাণ পরিষদ''।
যার অবদান অপরিসীম সংগঠনটি প্রতিষ্ঠার মূল পরিকল্পনাকারী স্বাধীন সমাজ কল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি মোহাম্মদ উল্লা রায়হান দুলু। এছাড়াও প্রতিষ্ঠাকালীন সদস্য হলেন রেজাউল করিম,শামসুজ্জামন,হাসান আলী, সাফি, রফিক, মাহবুব, মামুন, সিদ্দিকুর, কালাম, আরফান আলী, মুক্তা, সায়েদ, মুক্তা 2 , রানা, বারেক, জালাল, বিপ্লব, রহিমুল্লাহ, বজলু, সবুর, কমিরুল, মাহফুজ, মাজেদুর, ফারুক, নূরইসলাম, মুজাম্মিল সহ কাছের আরো অনেকে।
প্রতিষ্ঠার পর থেকে যে সকল কাজ করছে তার মধ্যে কিছু নিম্নরূপঃ
১। বিনামূলে রক্তের গ্রুপ নির্ণয়।
২। অসুস্থ মানুষকে রক্ত দান।
৩। শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের সাহিত্য-সংস্কৃতি, খেলাধুলা ও সৃজনশীল কাজে উদ্যমী করে তোলা।
৪। সমাজ থেকে মাদকাসক্তি দূর করা।
৫। গরীব ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার সহায়তা করা।
৬। শিক্ষামূলক কার্যক্রমের মাধ্যমে সমাজ সংস্কার করা।
৭। দরিদ্র অসহায় মানুষের জন্য সাহায্যের হাত বাড়ানো।
৮। কুসংস্কারমুক্ত সমাজ গড়ে তোলা ইত্যাদি।
সংগঠনটি বিনামূল্যে প্রায় ১৩ হাজার মানুষের ব্লাড গ্রুপিং করে। সংগঠনের সদস্য ও অন্যান্যদের সহযোগীতায় প্রায় ১৫০০ মানুষকে রক্ত দান করে।
আনন্দ র্যালিতে সাধীন সমাজ কল্যাণ পরিষদ এর সভাপতি মোহাম্মদ উল্লা রায়হান দুলু বলেন, 'যখন বালিয়াডাঙ্গীতে রক্তদান করার মতো সংগঠন ছিল না তখনই আমারা প্রতিষ্ঠা করি স্বাধীন সমাজ কল্যাণ পরিষদ। ২০০৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত প্রায় ১৫ বছরে আমারা প্রতিবছরের ন্যায় একটি আনন্দ র্যালি আয়োজন করেছি।এছাড়া তিনি ধন্যবাদ জানায় প্রতিষ্ঠাকালীন সদস্য সহ সার্বিক ভাবে যারা সাহায্য-সহযোগিতা করেছে তাদেরকে।এসময় তিনি সহকলের কাছে দোয়াচান জননেতা আলহাজ্ব মোহাম্মদ আলী সাহেবের জন্য।'
এই আনন্দ র্যালিতে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাকালিন সদস্য গণ এবং সর্বস্তরের ছাত্র ও সাধারণ জনগণ।এছাড়াও উপস্থিত ছিলেন 'আমার সংবাদ প্রতিদিন' পত্রিকার নির্বাহী সম্পাদক এম এ মোমিন, সাংবাদিক সাব্বির আহমেদ জয় সহ আরো ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ।