ঠাকুরগাঁওয়ে শ্রমিকদের অর্থ প্রদান
অভিশেখ চন্দ্র রায়, ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁও সদর উপজেলা রিক্সা,
অটোরিক্সা, ভ্যান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আর্থিক সাহায্য প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।শনিবার দুপুর সদর উপজেলা রিক্সাঅটোরিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নেরআয়োজনে বিডি হল অডিটোরিয়াম চত্বরে আর্থিক সাহায্য প্রদান করা হয়েছে ।সদর উপজেলা রিক্সা অটোরিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু তাহের এর সভাপতিত্বে এ সময়ে উপস্থিত ছিলেন পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত সমীর, হোটেল এন্ড রেস্তোর শ্রমিক ইউনিয়নের সভাপতি নুরুল হক, হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সাবেক কোষাধ্যক্ষ মামুনসহ অন্যান্যরা।অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনটি সাধারণ সম্পাদক জাবেদ হোসেন।এ সময়ে নেতারা সংগঠনটির দিকনির্দেশনা দিয়ে বলেন বিপদে-আপদে এক শ্রমিক অন্যান্য শ্রমিকদের পাশে দাঁড়াতে হবে। সেই সাথে সামনের দিনগুলোতে আরো ঐক্যবদ্ধ হয়ে আমরা একসাথে কাজ করব।সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে কন্যা বিবাহ, মৃত্যু ভাতা ও চিকিৎসা ভাতা সর্বমোট ৩২ জন শ্রমিকদের পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়।