1. holyjannattv@gmail.com : rajib :
  2. admin@amarsangbadpratidin.com : admin :
  3. writers@amarsangbadpratidin.com : Writers :
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৩:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
ডুমুরিয়ায় বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধ ঠাকুরগাঁওয়ে বসতভিটা সরিয়ে নিতে ৭ দিনের সময় দিয়ে ৩৪ জনকে নোটিশ মনোনয়ন প্রত্যাশী ইসফা খাইরুল হক শিমুলের কবর জিয়ারতন প্রোগ্রাম সরাইলে ইউএনও’র সহযোগিতায় লা*ঘব হলো এইচএসসি পরিক্ষার্থীদের দু*র্ভোগ। যশোরের শার্শায় মাঠে কাজ করার সময় বজ্রপাতে কৃষক নিহত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথম হলেন রাবিতে আইন বিভাগে ষষ্ঠ হওয়া আতিক শাহরিয়ার শাহিন বাহিরদিয়া-মানসা ইউনিয়নের ৯টি ওয়ার্ডে বিএনপি নির্বাচন বাগেরহাট জেলা গোয়েন্দা শাখা কর্তৃক আইন শৃংখলা ও মাদকদ্রব্য উদ্ধার অভিযানে ৩৫ (পঁয়ত্রিশ) পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ ০৪ (চার) আসামী গ্রেফতার: ফকিরহাটে হিংস্র হয়ে উঠেছে রাস্তার কুকুর, সঙ্ঘবদ্ধ আক্রমণে জনমনে আতঙ্ক ফকিরহাটে প্রথমবার ডায়াবেটিক ধান চাষে আশার আলো

ঠাকুরগাঁওয়ে বসতভিটা সরিয়ে নিতে ৭ দিনের সময় দিয়ে ৩৪ জনকে নোটিশ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ৪ Time View

ঠাকুরগাঁও প্রতিনিধি 

ঠাকুরগাঁও জেলায় অবৈধভাবে নদীর জমি দখল করে বসতভিটা সহ ঘর-বাড়ি নির্মাণ করছে এক শ্রেণির মানুষ। এমন অভিযোগের ভিত্তিতে বসতভিটা সরিয়ে নিতে সাত দিনের সময় দিয়ে ৩৪ জনকে নোটিশ দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। রোববার (২৭ এপ্রিল) ঠাকুরগাঁও সদর উপজেলা প্রশাসনের একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করে এই নোটিশ প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী গোলাম জাকারিয়া, ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম সহ প্রশাসনের কর্মকর্তাগণ। পানি উন্নয়ন বোর্ড ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ জানান, এরই মধ্যে ঠাকুরগাঁও জেলা সদরের শুক নদীর সীমানা নির্ধারণ করা হয়েছে। আর সীমানা নির্ধারণের পর খতিয়ে দেখা গেছে, নদীর জমিতে অবৈধভাবে যারা দখল করে বসতভিটা স্থাপন করে বসবাস করছে, এমন ৩৪ জনকে আগামী ৭ দিনের মধ্যে বসতভিটা সহ ঘর-বাড়ি সরিয়ে নিতে নোটিশ প্রদান করা হয়েছে। আর এসব নোটিশ প্রদানের আগে কয়েকবার মৌখিকভাবেও বলা হয়েছে। কিন্তু তাতেও তারা সরে না যাওয়ায় আজ নোটিশ প্রদান করা হয়। নদীর সীমানায় বাড়ি-ঘর থাকলে নদীর গতিপথ বন্ধ হয়ে যাবে। এ কারণেই দ্রুত সময়ের মধ্যে তা অপসারণ করার নির্দেশনা রয়েছে সরকারের পক্ষ থেকে। ঘটনাস্থল পরিদর্শনের সময় ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম জানান, ঠাকুরগাঁও জেলা সদরের ওপর দিয়ে বয়ে চলা শুক নদীর সীমানা নির্ধারণ হওয়ায় নদীর জমি দখল করে অবৈধভাবে যে সব বাড়ি-ঘর স্থাপন করে বসবাস করছে, তাদেরকে দ্রুত অপসারণের জন্য চিঠি দেওয়া হয়েছে। তারপরও যদি নিজ উদ্যোগে সরে না যায়, তাহলে উচ্ছেদ অভিযান পরিচালনার মাধ্যমে স্থাপনা অপসারণ করা হবে। তিনি আরও বলেন, পাশাপাশি বাকি নদীগুলোর সীমানা নির্ধারণের কাজ চলমান রয়েছে। সেই নদীগুলোর সীমানা নির্ধারণ সম্পন্ন হলে অবৈধ স্থাপনার উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Amarsangbadpratidin.com
Theme Customized BY Kh Raad (FriliX Group)