ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে কেয়ার কোচিং সেন্টারে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মোঃতাজমুল ইসলাম বিশেষ প্রতিনিধি
আজকে বালিয়াডাঙ্গী উপজেলার সুনামধন্য প্রতিষ্ঠান কেয়ার কোচিং সেন্টার মাঠে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কেয়ার কোচিং সেন্টারের বিজ্ঞান বিভাগের শিক্ষক মোঃনুর জামাল হোসেনের সঞ্চালনায় সভাপতি হিসেবে উপস্হিত ছিলেন সিনিয়র সাংবাদিক মোঃআব্দুল মান্নান, পরিচালক কেয়ার কোচিং সেন্টার।প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন মোঃসবুজ আলী(রাজশাহী বিশ্ববিদ্যালয়)। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন মোঃমাসুম বিল্লাহ (বেগম রকেয়া বিশ্ববিদ্যালয়)।এছাড়াও উপস্থিত ছিলেন কেয়ার কোচিং সেন্টারের শিক্ষক তাজমুল ইসলাম,মুনসুর আলম,আলমগীর হোসেন,সুমন রানা।
প্রধান অতিথি মোঃসবুজ আলী বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় দেশের একটি স্বনামধন্য প্রতিষ্ঠান, এইরকম একটি প্রতিষ্ঠানে বাংলাদেশের সকল জেলার শিক্ষার্থীরা চান্স পেয়ে তাদের উচ্চশিক্ষার জন্য পড়াশোনা করছে, তাদের সংখ্যা দিন দিন আরো বাড়ছে অথচ বিশ্ববিদ্যালয়টি আমাদের উত্তরবঙ্গে প্রতিষ্ঠিত হলেও ঠাকুরগাঁও জেলার মধ্যে বালিয়াডাঙ্গী উপজেলার শিক্ষার্থীর সংখ্যা সেখানে খুবই নগন্য । তিনি আরো বলেন, তিনি চান আমাদের বালিয়াডাঙ্গী হতে প্রতিবছর যেন কমপক্ষে ৫০ জন শিক্ষার্থী রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পায় আর সেজন্য তিনি সবধরনের সাহায্য ও দিকনির্দেশনা দিতে প্রস্তুত। তিনি বক্তৃতায় আরো জানান যে, তিনি এ ব্যপারে কেয়ার কোচিং সেন্টারের পাশে থাকবেন সবসময়।
বিশেষ অতিথি মোঃ মাসুম বিল্লাহ বলেন, দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে একটি আসন দখল করার জন্য রীতিমতো যুদ্ধে নামতে হয়, এই চরম প্রতিযোগিতার সময়ে বালিয়াডাঙ্গীর শিক্ষার্থীগুলোকে সেদিক থেকে এগিয়ে রাখতে হলে চাই উন্নতমানের গাইডলাইন ও সঠিক পাঠ পরিকল্পনা।তিনি জানান, এই সঠিক পাঠ পরিকল্পনা ও গাইডলাইন দিতে আমরা বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ইন্জিনিয়ারিং এর ছাত্ররা প্রতি মাসে অন্তত একবার হলেও কেয়ার কোচিং সেন্টারের ছাত্র-ছাত্রীদের দিকনির্দেশনা মূলক ও আগাম বিশ্ববিদ্যালয় সম্পর্কিত ক্লাস নেওয়ার চেষ্টা করব।
কেয়ার কোচিং সেন্টারের পরিচালক, সিনিয়র সাংবাদিক মোঃ আব্দুল মান্নান বলেন…. শুধু ভালো রেজাল্ট করাই বর্তমান ছাত্র-ছাত্রীদের একমাত্র লক্ষ্য নয়, তাদের সবারই স্বপ্ন হলো দেশের শীর্ষস্থানীয় কোনো বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও ইন্জিনিয়ারিং কলেজে অধ্যায়ন করা। আমরা তাদের সেই সপ্নকেই বাস্তবে রুপদান করতে নিয়েছি নানাবিধ কার্যকরী পদক্ষেপ। শিক্ষার্থীদেরকে তাদের লক্ষ্যে পৌছে দেওয়ার জন্য HSC পর্যায়ে চালু করা হয়েছে সপ্তাহে একটি ফ্রী ক্লাস যেখানে তাদেরকে বিশ্বিবদ্যালয়ের প্রস্তুতিকে এগিয়ে নেওয়া হবে। তিনি আরো বলেন, শিক্ষার্থীদেরকে তাদের লক্ষ্যে পৌছানোর জন্য যাকিছু করা দরকার আমরা তার সবকিছুই করব। এ কর্মসূচির মধ্যে আরো আছে, প্রতিমাসে একটি করে বিশ্ববিদ্যালয়ভিত্তিক মাসিক বিশেষ পরীক্ষা। যেটা সরাসরি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারাই অনুষ্ঠিত হবে। এছাড়াও HSC শিক্ষার্থীদের মাঝে বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতির জন্য সরবরাহ করা হবে বাংলা, ইংলিস ও সাধারণ জ্ঞান এর লেকচার সিট ও বই যেগুলো প্রতি সপ্তাহে ফ্রী ক্লাসে ধারাবাহিকভাবে পড়ানো হবে। এতে শিক্ষার্থীরা তাদের প্রস্তুতি কে এগিয়ে নিতে পারবে।
দোয়া পরিচালনা করেন কেয়ার কোচিং সেন্টারের আরবি প্রধান শিক্ষক।