টুঙ্গিপাড়া থ্রী-স্টার অর্গানাইজেশনের “হেলথ প্রমোশন ফাউন্ডেশন” চাই শীর্ষক অবস্থান কর্মসূচী
মোঃ মিন্টু শেখ গোপালগঞ্জ প্রতিনিধি
থ্রী-স্টার অর্গানাইজেশনের বাস্তবায়নে স্বাস্থ্য উন্নয়নে “হেলথ প্রমোশন ফাউন্ডেশন” চাই শীর্ষক অবস্থান কর্মসূচি পালন করা হয়।উক্ত অনুষ্ঠানে থ্রী-স্টার অর্গানাইজেশনের নির্বাহী প্রধান ইলিয়াছ হোসেন বলেন, স্মার্ট বাংলাদেশ গঠন বর্তমান সরকারের একটি প্রতিশ্রুতি ও শ্লোগান। মাননীয় প্রধানমন্ত্রীর প্রত্যাশা অনুসারে ‘স্মার্ট বাংলাদেশ” হবে সাশ্রয়ী, টেকসই, জ্ঞানভিত্তিক, বুদ্ধিদীপ্ত ও উদ্ভাবনী। স্মার্ট বাংলাদেশের চারটি ভিত্তি হচ্ছে স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার এবং স্মার্ট সমাজ। এটির বাস্তবিক রূপ দেয়ার জন্য অন্যান্য বিষয়ের পাশাপাশি দেশের সকল নাগরিকের জন্য সুস্বাস্থ্য নিশ্চিত করা জরুরী।
নানান সীমাবদ্ধতা ও প্রতিকূলতা সত্ত্বেও স্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশ সরকারের অর্জন অত্যন্ত প্রশংসনীয়। এই উন্নতির ধারাকে আরো গতিশীল করতে বাংলাদেশ সরকার প্রতিবছর স্বাস্থ্যখাতে আর্থিক বরাদ্দ বাড়াচ্ছে। কিন্তু উদ্বেগের বিষয় এই বরাদ্দের সিংহ ভাগই চিকিৎসা কেন্দ্রিক। অথচ বাজেটে রোগ প্রতিরোধ ব্যবস্থা উন্নয়নে যথেষ্ট গুরুত্ব না দেয়ার ফলে প্রতিনিয়তই বাড়ছে রোগীর সংখ্যা। আর এই রোগীদের লাগামহীন চিকিৎসা খরচ জোগাতে গিয়ে প্রতিবছর দরিদ্র হয়ে যাচ্ছে ৮৬ লক্ষ মানুষ। উল্লেখ্য, এই চিকিৎসা ব্যয়ের ৬৯ শতাংশ রোগীকেই বহন করতে হয়। স্বাস্থ্য খাতের জন্য নির্ধারিত বাজেট গত দশ বছরে যে পরিমাণ বৃদ্ধি পেয়েছে এই ধারা অব্যাহত থাকলে অদূর ভবিষ্যতে তা রাষ্ট্রের জন্য বিরাট বোঝা হয়ে দাঁড়াবে।
সকলকে ধন্যবাদ জানিয়ে শরিফা বেগম (সভাপতি থ্রী-স্টার অর্গানাইজেশন ) অবস্থান কর্মসূচির সমাপ্তি ঘোষনা করেন।