টিসিবির মাল পেয়ে হতদরিদ্রদের মুখে আনন্দের হাসি।।
ময়মনসিংহ থেকে আব্দুর রশিদ।।
ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলাদীন, ১নং দুল্লা ইউনিয়ন পরিষদের স্বনামধন্য,চেয়ারম্যান জনাব,মোঃ হোসেন আলী হুসির তত্ত্বাবধায়নে T.C.B মাল বিতরণ করা হয়েছে। সর্বমোট ১৬৫৫ জনকে, তিনটি স্থানে এই মাল বিতরণ করা হয়েছে। ইউনিয়ন পরিষদ কার্যালয় ও বটতলা বাজার এবং ইছাখালি বাজার, সুষ্ঠুভাবে টিসিবি মাল বিতরণ করা হয়ছে। টিসিবির মাল হাতে পেয়ে হত দরিদ্রদের মুখে আনন্দের হাসি ফুটে উঠেছে। জনগণ মন্তব্য করেন বর্তমান সরকার, শেখের বেটি হাসিনা সব সময় আমাদের মতো গরীবদের পাছে আছে, আর তাই আমরা পেট ভরে ডাল ভাত খেতে পারছি। অনেক দিন বেঁচে থাকুক আমাদের হাসিনা।