টাইমস ডেস্কঃ যশোরের ঝিকরগাছায় মাহে রমজানকে স্বাগত জানিয়ে রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ মার্চ) বিকাল ৪টার সময় ইসলামি ছাত্রশিবিরের যশোর জেলা পশ্চিশ শাখা উদ্যোগে এই র্যালির আয়োজন করা হয়। এদিন র্যালিটি ঝিকরগাছা দারুল উলুম কামিল মাদ্রাসা থেকে শুরু করে ব্রীজ সংলগ্নে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। ইসলামী ছাত্রশিবির যশোর জেলা পশ্চিমের সেক্রেটারি ইসমাইল হোসেনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামি ছাত্রশিবির যশোর জেলা পশ্চিমের সভাপতি আব্দুল্লাহ আল মামুন।তিনি বলেন,“হে ঈমানদারগণ! তোমাদের প্রতি রোজা ফরজ করা হয়েছে, যেমন তোমাদের আগের লোকেদের প্রতি ফরজ করা হয়েছিল, যাতে তোমরা মুত্তাকী হতে পার।“ (সূরা আল-বাকারাহ : ১৮৩)রমাদানের পবিত্রতা রক্ষা করুন। নিজে তাকওয়া অর্জন করার পাশাপাশি তাকওয়ার পরিবেশ তৈরিতে ভূমিকা পালন করুন।পূর্ণ অনুভূতি সহকারে রমাদানের রোজা পালন, জামায়াতে নামাজ আদায় ও বেশি বেশি নফল ইবাদত করুন।রমাদানকে কুরআন প্রশিক্ষণের মাস হিসেবে গ্রহণ করুন। নিজে কুরআন শিখুন এবং অপরকে শিখতে সহায়তা করুন।ইসলামবিরোধী সকল কর্মকাণ্ড (সুদ, ঘুষ, জুয়া, মাদক, জেনা ও ব্যাভিচার ইত্যাদি) থেকে নিজে বিরত থাকুন এবং অন্যদের বিরত রাখুন।দিনের বেলা হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখুন। (শুধু ভিন্ন ধর্মাবলম্বী, মুসাফির, অপ্রাপ্তবয়স্ক ও রোগীদের জন্য নিয়ন্ত্রিতভাবে খোলা রাখা যেতে পারে)।সোস্যাল মিডিয়া জগতের অশ্লীলতা প্রতিরোধে বিশেষ উদ্যোগ গ্রহণ করুন।দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ চলমান সংকট মোকাবিলায় জাতীয় ও স্থানীয় পর্যায়ে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করুন এবং সাধ্যানুযায়ী অসহায়, দিনমজুর ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ান।সারাদেশে চাঁদাবাজি, ডাকাতি, ছিনতাই ও খুন প্রতিরোধে জনসচেতনতা গড়ে তুলুন।বিশ্বব্যাপী মুসলিম নির্যাতন ও মানবতাবিরোধী সকল কার্যক্রম বন্ধে আওয়াজ তুলুন।বিশেষ করে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমিয়ে রাখতে হবে। ছাত্রদের প্রতি অনুরোধ থাকবে রমজানকে কুরআন শিক্ষার মাস হিসেবে গ্রহণ করার জন্য। রমজান মাসে নিজেদের আমলকে আরও সুন্দর করতে হবে। এসময় ইসলামি ছাত্রশিবির যশোর পশ্চিম শাখার দপ্তর সম্পাদক খালিদ ইবনে খলিল,অর্থ সম্পাদক ইয়াছিন আরাফাত,সাহিত্য সম্পাদক জহুরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক ওবাইদুল্লাহ, স্কুল কলেজ সম্পাদক আনোয়ারুল ইসলাম,ইসলামি ছাত্রশিবির ঝিকরগাছা উপজেলা শাখার সভাপতি জাহিদুল ইসলাম,শার্শার সভাপতি আবুজার,চৌগাছার হাফেজ মেহেদী হাসানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।