ঝালকাঠি সুগন্ধা নদীতে তেলবাহী জাহাজবিস্ফোরণ, দগ্ধ-৪, নিখোঁজ-১
সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠি সুগন্ধা নদীতে তেলডিপোতে আসা তেলবাহী জাহাজ বিস্ফোরণ হয়েছে। এতে জাহাজের ৪ জন দগ্ধ হয়েছে । ১জন নিখোজ রয়েছে । আজ শনিবার দুপর দুপুর ১টা ৪০ মিনিটের দিকে ঝালকাঠি শহরের সুগন্ধা নদীর দক্ষিন পাড়ের রাজাপুর গ্রামের কাছে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সাগর নন্দিনি-২ নামের এ জাহাজটি ঝালকাঠি শহরের সুগন্ধা নদীর পাড়ে পদ্মা তেলের ডিপোতে তেল খালাস করা জন্য বিপুল পরিমান পেট্রোল ও ডিজেল ভর্তি কর নিয়ে আসে। তেলের ডিপোর অপর পারে সুগন্ধা নদীতে জাহাজটি নোঙ্গর করা অবস্থায় দুপুরে হঠৎ বিকট শব্দে বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। মূহূর্তে জাহাজের পেছনের অংশে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। খবর পেয়ে ঝালকাঠি ও বরিশাল ফায়ার সার্ভিসের ৪ টি টিম এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দুই ঘন্টা চেষ্টা চালিয়ে তারা আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। আহতদের মধ্যে পাবনা জেলার আকছের আলীর পুত্র শাকিল (৩৫), চাঁদপুরের মৃত আবুল হোসেন পাটোয়ারীর পুত্র ফরিদুল আলম (৫৩), পিরোজপুরের মঠবাড়ীয়ার সালাম ব্যাপারীর পুত্র ইকবাল হোসেন (২৭), বরিশালের বাকেরগঞ্জ উপজেলার শিবপুর গ্রামের মনিরুল ইসলাম টুকুর পুত্র মাইনুল হাসান হৃদয় (২৯) ও একজন বাবুর্চি রয়েছে। তবে ঠিক কী কারণে এ অগ্নি ঘটনা ঘটেছে তা প্রাথমিক ভাবে জানাতে পাছেনা পুলিশ।
মাইনুল হাসান হৃদয় জানায়, দুপুরে তারা ৪জন উপরের এবং মাষ্টার, সুপার ভাইজার, বাবুর্চি, সুকানীসহ বাকিরা দ্বিতীয় তালা ও ইঞ্জিন রুমে ছিল। হঠাৎ করে বিস্ফোরন ঘটে আগুন ছড়িয়ে পড়লে আমরা অগ্নিদগ্ধ হয়ে ছিটকে নদীতে পরেছি। পরে স্থানীয় লোকজন আমাদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে আসে।
হাসপাতালে কর্তব্যরত আবাসিক চিকিৎসক ডাঃ সানি জানায় একজন সামান্য আহত হওয়ায় তাকে ভর্তি করা হয়েছে। বাকী ৪ জনের দেহের ৪০ থেকে ৭০ভাগ পুড়ে যাওয়ায় তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল রেফার করা হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শনে আসা অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল মো: মহিদুল ইসলাম জানায়, খবর পেয়ে পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থলে এসে উদ্ধার কাজে যুক্ত হয়েছে ও আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়েছে। তবে আগুন লাগার কারন কি তা তদন্ত না করে বলা সম্ভব হচ্ছেনা।