ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি সদর উপজেলার গাভারামচন্দ্রপুর ইউনিয়নের সাওরাকাঠি গার্লস হাই স্কুলের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন সাংবাদিক রিয়াজুল ইসলাম বাচ্চু। ২৮ এপ্রিল বরিশাল শিক্ষাবোর্ড কর্তৃক এক পত্রে এ আদেশ প্রদান করা হয়েছে। রিয়াজুল ইসলাম বাচ্চু জেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি -বাকশিস (সেলিম ভূঁইয়া) ঝালকাঠি জেলা শাখার সদস্য সচিব, রমজানকাঠি কারিগরি ও কৃষি কলেজের উপাধ্যক্ষ ও জাতীয় সাংবাদিক সংস্থা ঝালকাঠি জেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে কর্মরত আছেন। তিনি জাতীয় ও স্থানীয় কয়েকটি দৈনিক পত্রিকায় প্রতিবেদক হিসাবে দীর্ঘদিন যাবত কাজ করে আসছেন। তিনি ঝালকাঠি সদর উপজেলার গাভারামচন্দ্রপুর ইউনিয়নের সাওরাকাঠি গ্রামের মরহুম মোঃ সাইজ উদ্দিন সরদার ও হালিমা বেগমের কনিষ্ঠ পুত্র। তিনি ২০০৯ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত যুক্তরাজ্যের লন্ডন ও লিংকন সিটিতে পড়াশোনা ও বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করেন। এছাড়াও তিনি রাষ্ট্রীয় স্বর্ণ পদকপ্রাপ্ত সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ধ্রুবতারা ইয়ূথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দীর্ঘদিন কর্মরত ছিলেন।
কমিটির অভিভাবক সদস্য হলেন মোঃ নজরুল ইসলাম মোল্লা, শিক্ষক প্রতিনিধি মোঃ হাফিজুর রহমান ও সদস্য সচিব বাবু গোপাল কৃষ্ণ।
রিয়াজুল ইসলাম বাচ্চু এ প্রতিবেদককে বলেন, “তিনি বাল্যকালে এই প্রতিষ্ঠানের সংযুক্ত প্রাথমিক বিদ্যালয় ৫ম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছেন। তাই তিনি প্রতিষ্ঠানটির সর্বোচ্চ উন্নয়নের জন্য কাজ করার চেষ্টা চালাবেন। অবকাঠামোসহ শিক্ষার মান উন্নয়নের জন্য সচেষ্ট থাকবেন। তিনি আরো বলেন, বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে প্রতিষ্ঠানটির কোন উন্নয়ন হয় নাই। অবকাঠামো খুবই নাজুক অবস্থায় আছে।