সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি: বরিশাল টু পটুয়াখালী সড়কের নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের জিরো পয়েন্টে বেপারী পরিবহন যাত্রীবাহী বাস ও মাহেন্দ্র মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে তিন জন নিহত হয়েছে- নিহত তিন জনের মধ্যে মাহেন্দ্র চালক, নলছিটির মোল্লারহাটের রাজিব ও সুবিদপুর ইউনিয়নের নলবুনিয়া গ্রাম নিবাসী মরহুম এটিএম সুলতান আহমদ খান-এর কনিষ্ঠা মেয়ে এবং মোঃ জাহিদুল ইসলাম এর সহধর্মিণী মোসাঃ সুরভী খানম কিছুক্ষণ পূর্বে মর্মান্তিক সড়ক দূর্ঘটণায় ই-ন্তেকাল করেছেন।