ঝালকাঠির নলছিটিতে গরু চুরি করতে গিয়ে আটক ভোলার রশিদ
সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটিতে একটি গরুর খামারে চুরি করতে গিয়ে জনতার হাতে আটক হয়েছেন ভোলা জেলার মো. রশিদ(৫২)। গতকাল (শুক্রবার) রাতে উপজেলার দপদপিয়া ইউনিয়নের পশ্চিম চর দপদপিয়া গ্রামে সে একটি গরুর খামারে চুরি করার সময় জনতার হাতে ধৃত হয়। পরে তাকে স্থানীয় জনতা নলছিটি থানা পুলিশের কাছে হন্তান্তর করে।
স্থানীয়রা জানায়, গতকাল রাতে পশ্চিম চর দপদপিয়া গ্রামে কামরুল হাসান রুপমের গরুর খামারের গ্রিল কাটার সময় পাহারাদার টের পেয়ে ডাকচিৎকার করলে স্থানীয়রা তাকে ধাওয়া করে ধরে ফেলে। এসময় তার সাথে থাকা আরও কয়েকজন পালিয়ে যায়। আটক মো. রশিদ ভোলা জেলার বেদুরিয়া ইউনিয়নের বাসিন্দা মো.মোতাজিন হাওলাদারের পুত্র।
নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, তার বিরুদ্ধে মামলা দায়ের করে জেলা হাজতে প্রেরন করা হয়েছে। গতকাল রাতে একটি খামারে চুরি করার সময় স্থানীয়রা তাকে হাতেনাতে ধরে পুলিশের হাতে সোপর্দ করে।