সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি :
প্রকাশ্য দিবালোকে এক যুবককে কুপিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা। ডিসিপার্কে রবিবার বিকেল পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। আহত যুবকের সাথে থাকা তার বন্ধু পার্শ¦বর্তী চায়ের দোকানে যাওয়ার পর পরই দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়। পরে রক্তাক্ত মুমূর্ষু অবস্থায় আহত যুবকের বন্ধু প্রতাপ এলাকার শফিকুল ইসলামের ছেলে আলিফ (২৩) তাকে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে আসে। আলিফ জানায়, তার বন্ধু ঢাকায় থাকে, তারা ডিসি পার্কে ঘুরতে এসেছিল। ঘটনার সময় আমি পার্কের পশ্চিম পাশে একটি দোকানে গিয়েছিলাম। সেই ফাঁকে ১০-১২ জন যুবক তাকে কুপিয়ে ফেলে রেখে চলে যায়। তাদের কাউকে আমি চিনতে পারিনি। আহত যুবকের মোবাইল থেকে নাম্বার সংগ্রহ করে তার চাচাকে ফোন দেওয়া হলে তিনি জানান যুবকের নাম সোলেমান হোসেন (শুভ), ঝালকাঠি সদরের ছত্রকান্দা এলাকার মৃত অহেদ আলী হাওলাদারের একমাত্র ছেলে। প্রায় দেড় ঘন্টা পর ছুটে আসেন স্বজনরা। আহত যুবকের ছোট চাচা জানান, শুভ তার মাকে নিয়ে ঢাকায় থাকেন। এইচএসসি পরীক্ষা শেষ করে গত শুক্রবার বাড়িতে বেড়াতে আসেন। আলিফ জানান, প্রেম সংক্রান্ত বিষয়ে তাকে কুপিয়েছে দুর্বৃত্তরা। তবে আহত যুবক মুমূর্ষু অবস্থায় জানান, আহসান কাবির আমাকে কুপিয়েছে, এরপর আর কিছু বলতে পারেনি। ঝালকাঠি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা শেষে জরুরিভিত্তিতে বরিশালে নিয়ে যেতে বলেন কর্তব্যরত চিকিৎসক। প্রায় দুই ঘন্টা পরে স্বজনরা এসে বরিশালে নিয়ে যায়। চিকিৎসক জানায়, পিঠে দুটি বুকে একটি ও মাথায় একটি ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ঝালকাঠির সদর থানা পুলিশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি। পুলিশ জানিয়েছে, অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।