ঝালকাঠির কাঠালিয়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দরিদ্র কৃষকের জমি দখল করে ব্রীজ নির্মাণ
সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ায় আমুয়া চান্দের হাট-জোমাদ্দার হাট সড়কের মাঝি বাড়ি নামক স্থানে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সংখ্যালগু এক হত দরিদ্র কৃষকের জমি দখল করে ব্রীজ নির্মান করা হচ্ছে।
উপজেলার জোমাদ্দার হাট হয়ে আমুয়া ইউনিয়নের সাথে সংযোগের রাস্তায় এ ব্রীজের কাজ শুরু হয় চলতি মাসের শুরুতে। দক্ষিন চেচরী গ্রামের মনোতোষ সমদ্দর এর বাড়ি সংলগ্ন তার ব্যক্তিগত জমির উপর দিয়ে ব্রীজটির কাজ শুরু করে নির্মানকারী প্রতিষ্ঠান। দরিদ্র কৃষক মনোতোষ জানান, প্রথমে আমি মৌখিকভাবে বাধা দিলেও কর্তৃপক্ষ তাতে কোন কর্ণপাত করেনি। পরে অদালতের সরনাপন্ন হন। আদালত গত ১৩ এপ্রিল ২০২৩ তারিখে ওই জমিতে কোন নির্মান কাজ না করার জন্য নিষেধাজ্ঞা জারি করেন। আদালতের আদেশ তোয়াক্কা না করে কর্তৃপক্ষ নির্মান কাজ চালিয়ে যাচ্ছেন।
উল্লেখ্য যে, দরিদ্র মনোতোষ এর সহয় সম্ভল এর মধ্যে এই জমিটুকু, এ সম্ভল হারাবার ভয়ে বিগত দিনে একাধীক মামলাও হয়েছে ঝালকাঠির আদালতে। আদালত ২৯ মার্চ ২৩ তারিখ মনোতোষের পক্ষে রায় প্রদান করেন। ইতো পূর্বে আরো ২ টি মামলায় তার পক্ষেই রায় হয়। গত ১৩ ডিসেম্বর ২২ তারিখে স্থানীয় ভূমি অফিস সরেজমিন তদন্ত পূর্বক তার পক্ষে একটি তদন্ত রির্পোট দাখিল করেন। এত সবের পরেও থেমে নেই ব্রীজ নির্মানের কাজ।
অপর দিকে ঠিকাদারের লোকজন প্রতিনিয়ত মনোতোষকে ভয়ভীতি ও হুমকী-ধমকি দিয়ে আসছেন।
দরিদ্র এ সংখ্যালগু পরিবারটি এ ব্যাপারে উর্দ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছেন।