সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:-
: বাংলাদেশ মাদ্রাসাশিক্ষা বোর্ড কর্তৃক রেজিস্ট্রেশন প্রাপ্ত অনুদানভুক্ত ও অনুদানবিহীন সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা গত ২৮ জানুয়ারি সরকারের নির্দেশে শিক্ষামন্ত্রণালয় কর্তৃক প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয় করণসহ ৬ দফা দাবি ঘোষণা বাস্তবায়নের দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে । স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীরা রোববার ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয় সামনের সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছে। রবিবার সকাল সাড়ে ১১ টায় মানববন্ধন চলাকালে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির আহবায়ক হাফেজ মাও: মুফতী আব্দুল হান্নান হোসেন ও সদস্য সচিব মাওলানা আব্দুছ ছালাম , সহ-সভাপতি মাও: বেলায়েত হোসেন এবং নলছিটি উপজেলা সভাপতি মাও: মনিরুজ্জামান ব্যক্তব্য রাখেন।