ঝালকাঠিতে সূর্যমুখী চাষে কৃষকের মুখে হাসি।
মো জাহিদ, ঝালকাঠি প্রতিনিধি
বিস্তীর্ণ ফসলের মাঠ।দূর থেকে দেখলে মনে হতে পারে হলুদ কোন পর্বতের গালিচা। একটু কাছে গেলেই চোখে পড়বে মনমুগ্ধকর সূর্যমুখী ফুলের বাগান। ফুলে ফুলে ভরে গেছে ক্ষেত। বাতাসের দোলে ফুলগুলো যেন আমন্ত্রণ জানাচ্ছে তার সৌন্দর্যের উপভোগের।
ঝালকাঠি সদর উপজেলা নথুল্লাবাদ ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মোহাম্মদ মাসুদুর রহমান গত বছরের মত এবারও সূর্যমুখী ভালো ফলন হওয়াতে অনেকেই আগ্রহী হয়েছেন সূর্যমুখী চাষে।
মোঃ মাসুদুর রহমান জানান সূর্যমুখী চাষে খরচ কম লাভ বেশি তাই এবার অনেকেই সূর্যমুখী চাষাবাদ করেছেন। এবং লক্ষ টাকার স্বপ্ন দেখছেন সূর্যমুখী চাষ করে কৃষকরা।
আজ ১২ এপ্রিল রোজ বুধবার সকালে ঝালকাঠি সদর উপজেলার নথুল্লাবাদ ইউনিয়নে সূর্যমুখী চাষের বাগান পরিদর্শন করেন উপজেলা কৃষি অফিসার আলী আহম্মদ।
এসময় ঝালকাঠি সদর উপজেলা কৃষি অফিসার আলী আহমদ বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে অনুশাসন, বর্তমান কৃষি বান্ধব সরকারের তেল ফসলের আবাদ বৃদ্ধি, ও উৎপাদন বৃদ্ধি।আগামী তিন বছরের মধ্যে ৪০% তেল বৃদ্ধি করা। সেই লক্ষ্যে কৃষকরা কম খরচে অধিক লাভের আশায় সূর্যমুখী হাসান ৩৩ চাষ করে। এবং সরকারের পরিকল্পনা বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করছে।