ঝালকাঠি'তে যুবলীগের ইউনিয়ন কমিটি গঠনকে কেন্দ্র করে দু'গ্রুপের মধ্যে মারামারি সংগঠিত হয়।
সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:
আজ আনুমানিক ১৪:৪০ ঘটিকায় ঝালকাঠি জেলাধীন রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়ন পরিষদ সভাকক্ষে বর্ণিত উপজেলা যুবলীগের বর্ধিত সভায় ইউনিয়ন যুবলীগের কমিটি গঠনকে কেন্দ্র করে সংগঠনের উপজেলা কমিটির সভাপতি আসলাম মৃধা ও একই সংগঠনের সহ-সভাপতি সবুর হোসেন হাওলাদারের গ্রুপের মধ্যে হাতাহাতি ও চেয়ার ছোড়াছুড়ি হয়। এ সময় উভয় গ্রুপের ০৩/০৪ জন সমর্থক সামান্য আহত হয়।
মূলত দু'জনেই নিজেদের উপজেলা যুবলীগের সভাপতি দাবী করছেন। ঝালকাঠি-০২ আসনের সাংসদ জনাব আমির হোসেন আমু'র মৌখিক নির্দেশে সবুর সংগঠনের সভাপতির দায়িত্ব পালন করছেন উল্লেখ করে আসলামের এ ধরনের কমিটি গঠনকে বেআইনী বলেন।
বর্তমান এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আগামীতে সংগঠনের ইউনিয়নের কমিটি গঠনকে কেন্দ্র করে উভয় গ্রুপের মধ্যে একই ইস্যুতে সংঘর্ষে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, দু'জনই ঝালকাঠি-০২ আসনের সাংসদের অনুসারী। আজ মারামারি কারণে সাতুরিয়া ইউনিয়ন যুবলীগের কোন কমিটি ঘোষণা করা হয়নি।