সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:
আজ ০৭/০৫/২০২৩ তারিখ বিকাল ৪:৩০ ঘটিকায় ঝালকাঠি জেলাধীন নলছিটি উপজেলার ষাইটপাকিয়া আনযার ফিলিং স্টেশনের সামনে ঝালকাঠি-বরিশাল মহাসড়কে বরগুনাগামী মিজান পরিবহনের (ঢাকা মেট্টো-ব ১৫-৮৮৩২) যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে উল্টে গেলে ড্রাইভার, সুপারভাইজার ও হেলপারসহ ৩০/৩৫ জন যাত্রী আহত হয়।
গুরুতর আহত ৭/৮ জনকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অবশিষ্টরা ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন মিজান পরিবহনের সুপারভাইজারের পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। পুলিশ রেকারের মাধ্যমে বাসটি সরিয়ে ঝালকাঠি পুলিশ লাইন্সে নিয়ে যায়। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক। এ বিষয়ে নলছিটি থানা পুলিশের আইনগত পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন।