ঝালকাঠিতে মানবিক কাজে অবদান রাখায় মানি রিওয়ার্ড প্রদান করলেন পুলিশ সুপার
সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠিতে মানবিক কাজে বিশেষ অবদান রাখায় মোঃ আরিফুর রহমান রায়হানকে মানি রিওয়ার্ড প্রদান করলেন পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল।
উল্লেখযোগ্য কাজগুলো হলো (১) ঝালকাঠি সুগন্ধা নদীতে সাগর নন্দিনী (২) একটি তেলের ট্যাঙ্কার
১১ লক্ষ লিটার জ্বালানি তেল নিয়ে দুর্ঘটনা ঘটে দীর্ঘ ১১ ঘণ্টা পরে আগুন নিয়ন্ত্রণে আসে সেখানে পাঁচজন লোকের প্রাণহানি হয়।
(২) বাসার স্মৃতি নামের একটি মিনিবাস ঝালকাঠির ছত্রকান্দা এলাকায় একটি পুকুরে পড়ে গিয়ে ১৭ জনের মৃ ত্যু হয় এবং ৩৩ জনকে গুরুতর আহত অবস্থায় তাদেরকে ওখান থেকে উঠিয়ে চিকিৎসার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়।
এছাড়াও ঝালকাঠি জেলা সদরে মোঃ রায়হানের আরো অনেক মানবিক কাজের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে।
বুধবার (২৬ জুলাই) দুপুরে জেলা পুলিশ লাইন্স ড্রিল শেড এ মাসিক কল্যাণ সভায় তাকে মানি রিওয়ার্ড প্রদান করা হয়।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) মইনুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মহিতুল ইসলাম,সিনিয়র সহকারী পুলিশ সুপার (রাজাপুর সার্কেল) মোঃ মাসুদ রানা উপস্থিত ছিলেন।
এর আগে জেলা পুলিশের এএসআই মোঃ কবির হোসেন, কনস্টেবল মোঃ নাছির খাঁন, আলমগীর হোসেন, আব্দুস সাত্তার, দেলোয়ার হোসেন, সিরাজুল ইসলাম, কাজী হুমায়ুন কবির ও কবির হোসেন খানের অবসর জনিত বিদায় সংবর্ধণা দেওয়া হয়। এসময় তাদের ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করেন পুলিশ সুপার।