ঝালকাঠিতে বিএনপির জনসমাবেশ অনুষ্ঠিত
সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:
ঢাকার প্রবেশ পথে বিএনপির শান্তিপূর্ন অবস্থান কর্মসূচীতে পুলিশ এবং আওয়ামী লীগের হামলা নির্যাতন ও গণ গ্রেফতারের প্রতিবাদে বিকেল ৩:৩০ মিনিট থেকে ৫:১০মিনিট পর্যন্ত ঝালকাঠিতে জনসমাবেশ করেছে জেলা বিএনপি। সোমবার বিকাল সাড়ে তিনটায় শহরের দলীয় কার্যালয়ের সামনে আমতলা সড়কে এ জনসমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির আহবায়ক এ্যাডভোকেট সৈয়দ হোসেন এর সভাপতিত্বে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট শাহাদাৎ হোসেন, ঝালকাঠি পৌর বিএনপির সভাপতি এ্যাড. নাসিমুল হাসান, সদর উপজেলা বিএনপি সভাপতি প্রফেসর এজাজ হাসান, নলছিটি উপজেলা বিএনপি সভাপতি এ্যাড. আনিসুর রহমান হেলাল, নলছিটি পৌর বিএনপির সভাপতি মোঃ মজিবুর রহমান, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এ্যাড. মিজানুর রহমান মুবিন, সদর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ খোকন মল্লিক, ঝালকাঠি পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান তাপু, নলছিটি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সেলিম গাজী, নলছিটি পৌর বিএনপির সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেন , জেলা যুবদলের আহবায়ক মোঃ শামিম তালুকদার, সদস্য সচিব মোঃ আনিসুর রহমান খান, জেলা শ্রমিক দলের সভাপতি মোঃ টিপু সুলতান, জেলা কৃষক দলের সভাপতি মোঃ তকদির হোসেন, জেলা তাঁতী দলের সভাপতি মোঃ বাচ্চু হাসান খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সরদার মোঃ সাফায়েত হোসেন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ গিয়াস সরদার দিপু, নলছিটি উপজেলা ছাত্রদলের আহবায়ক সাইদুল কবির রানা, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ মুবিনুল ইসলাম প্রমুখ। জনসমাবেশে জেলা বিএনপি, ৬ টি ইউনিট বিএনপি এবং জেলার সকল অংঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচীতে আওয়ামী লীগ সব সময় বাঁধা প্রদান করে আসছে। পুলিশ বাহিনীর সদস্যরা বিনা কারনে বিএনপির নেতা-কর্মীদের মামলা এবং গ্রেফতার করে হয়রানি করছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। একই সাথে অবৈধ এই সরকারের পতন দাবি করছি। পাশাপাশি খালেদা জিয়ার নিশর্ত মুক্তি দবি করা হয় জনসমাবেশ থেকে।