ঝালকাঠিতে প্রথমবার বঙ্গবন্ধু ধান১০০ এর মাঠ দিবস ও নমুনা শস্য কর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত।
মো জাহিদ, ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি সদর উপজেলায় বঙ্গবন্ধু ১০০ ধানের ব্যাপক ফলন হওয়ায় কৃষকের মুখে হাসি।
যানা যায় ঝালকাঠিতে প্রথমবার আবাদ করেই কৃষকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে বঙ্গবন্ধু ধান-১০০। তুলনামূলক কম সময় এবং কম খরচে রোগবালাই ও পোকামাকড় আক্রমণ রোধ করার গুণসম্পন্ন এ ধান আবাদ করে বেশি ফলন পাওয়ায় আগামীতে এ ধানের আবাদ আরও বাড়বে বলে জানিয়েছেন কৃষকরা।
কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন, উৎপাদন বৃদ্ধির পাশাপাশি উৎকৃষ্ট জিংকসমৃদ্ধ এই বঙ্গবন্ধু ধান দেশের মানুষের পুষ্টি চাহিদা পূরণে কার্যকর ভূমিকা রাখবে।
বঙ্গবন্ধু ধান ১০০এর মাঠ দিবস ও নমুনা শস্যকর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বরিশাল অঞ্চল, বরিশাল এর অতিরিক্ত পরিচালক জনাব মো: শওকত ওসমান।
সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঝালকাঠি এর উপ পরিচালক জনাব মো: মনিরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঝালকাঠি এর অতিরিক্ত উপ পরিচালক (শস্য) জনাব ইসরাত জাহান মিলি সহ ঝালকাঠি সদর উপজেলা কৃষি অফিসার আলি আহমেদ।